সেমিস্টার সিস্টেমে ইতিহাস বিষয়টি কিভাবে পড়তে হবে?

 ২০২৪ সালে একাদশ শ্রেণিতে সেমিস্টার সিস্টেম শুরু হয়েছে। সেমিস্টার সিস্টেমের সঙ্গে সাযুর্জ্য রেখে ইতিহাসের সিলেবাসেরও ঈষৎ বদল ঘটেছে। পুরাতন সিলেবাসের বেশ কিছু বিষয়কে যেমন বাদ দেওয়া হয়েছে, তেমনই কিছু নতুন বিষয়ও সংযোজিত হয়েছে।

সেমিস্টার সিস্টেমে ইতিহাস বিষয়টি কিভাবে পড়তে হবে?
সেমিস্টার সিস্টেমে ইতিহাস বিষয়টি কিভাবে পড়তে হবে? 


মূল সিলেবাস ও প্রশ্নের ধরন  :- 

একাদশ শ্রেনিতে প্রথম সেমিস্টারে মোট পাঠ্য অধ্যায় ৩ টি। এগুলি হলো - 

  • ইতিহাস পাঠ বা Learning History, 
  • তিনটি মহাদেশ জুড়ে সাম্রাজ্য বা Empires, এবং
  • তুলনামূলক পাঠ বা Comparative Studies, (শাসনতন্ত্র ও বিভিন্ন সাম্রাজ্যের মধ্যে তুলনা) 
এই তিনটি অধ্যায়ের মধ্যে দ্বিতীয় অধ্যায়টি সম্পূর্ণই নতুন। অন্যদিকে প্রথম ও তৃতীয় অধ্যায়টিতে old syllabus এর খুব সামান্য পরিমার্জন করে নতুন সিলেবাসে যুক্ত করা হয়েছে। এখানে দু একটি নতুন বিষয়কে যুক্তও করা হয়েছে।

প্রথম অধ্যায় থেকে মোট ১০ নম্বর, দ্বিতীয় অধ্যায় থেকে ১৫ নম্বরতৃতীয় অধ্যায় থেকে ১৫ নম্বর করে মোট ৪০ নম্বরের প্রশ্ন পরীক্ষায় আসবে। 

প্রশ্ন MCQ টাইপের থাকলেও, প্রশ্নের ধাঁচ ও ছাঁচের মধ্যে নানা বৈচিত্র্য থাকবে। যেমন - বিকল্প নির্বাচন, শূন্যস্থান পূরন, সঠিক বিবৃতি/ব্যাখ্যা নির্বাচন, স্তম্ভ বা ছক মেলাও ইত্যাদি। প্রত্যেক প্রশ্নের উত্তরের ক্ষেত্রেই ৪ টি উত্তরের বিকল্পের মধ্যে সঠিক বিকল্পটি নির্বাচন করে উত্তর পত্রে লিখতে হবে। 

কিভাবে পড়তে হবে? 

মাথায় রাখতে হবে, একাদশ শ্রেণির ফাস্ট সেমিস্টারে অধ্যায় মাত্র ৩ টি হলেও, তার আলোচনার পরিধি অনেক ব্যাপক ও বিস্তৃত। অল্প সময়ে সিলেবাস শেষ করা শিক্ষক ও শিক্ষার্থী দুজনের কাছেই খুব চ্যালেঞ্জের। সেমিস্টার সিস্টেমে সময় এমনিতেই কম পাওয়া যায়। তাই ফাঁকি মারার কোন সুযোগ নেই। সারা বছর একই তালে বা সমান্তরাল পদ্ধতি মেনে পড়াশোনা চালিয়ে যেতে হবে।

পরীক্ষা পদ্ধতির দিকে তাকিয়েই সেমিস্টার সিস্টেমে পড়া উচিৎ। একাদশ শ্রেণিতে ফাস্ট সেমিস্টারের পুরো পরীক্ষাটাই ছোটো প্রশ্নের ওপর হবে। এজন্য অবশ্যই - 
  • পাঠ্য বইটি খুঁটিয়ে পড়তে হবে। 
  • ছোট ছোট তথ্য গুলিকে মনে রাখতে হবে।  
  • আলোচ্য বিষয় গুলির সম্পর্কে একটি স্বচ্ছ ধারনা থাকতে হবে। কারন ধারনা বা বোধমূলক বেশ কিছু প্রশ্ন পরীক্ষায় থাকবে।
এইসবের জন্য তোমাদের -
(১.) অন্তত দুটি ভালো মানের পাঠ্য বই পাশাপাশি রেখে পড়তে হবে।

(২.) বই পড়বার সময় গুরুত্বপূর্ণ তথ্য গুলিকে পেন বা পেনসিল দিয়ে আন্ডারলাইন করে রাখতে হবে

(৩.) প্রত্যেকটি আলোচ্য বিষয়ের গুরুত্বপূর্ণ তথ্য গুলিকে পাঠ্য বিষয়ের হেডলাইন দিয়ে খাতায় ১/২/৩ করে লিখে রাখতে হবে

(৪.) গুরুত্বপূর্ণ সাল, গ্রন্থ, ঐতিহাসিকদের উক্তি ইত্যাদি নানাবিধ বিষয় গুলিকে ছকের সাহায্যে লিখে রাখতে হবে। 

মাথায় রাখবে, সংক্ষিপ্ত প্রশ্ন - "তথ্যমূলক" ও "বিষয়ের ধারনা মূলক" হয়ে থাকে। তাই প্রত্যেকটি বিষয় খুঁটিয়ে পড়তে হবে। HISTORY CLASS ROOM - এ খুব শীঘ্রই সংক্ষিপ্ত তথ্য সম্বলিত ধারাবাহিক ভাবে লেখা প্রকাশিত হতে চলেছে। এর পাশাপাশি একাদশ শ্রেণির আলোচ্য বিষয় গুলির বিস্তারিত লেখাও প্রকাশিত হবে। নিয়মিত পোস্ট গুলির নটিফিকেশন পাবার জন্য HISTORY CLASS ROOM ওয়েবসাইটটিকে সাবস্ক্রাইব করে রাখো। বন্ধুদের মধ্যে এই ওয়েবসাইট এবং তার গুরুত্বপূর্ণ লেখা গুলিকে শেয়ার করে দাও। 

ভালো পাঠ্য বই :- 

একাদশ শ্রেনিতে ইতিহাসের ভালো পাঠ্য বই গুলির তালিকা দেখে নেওয়া যাক। 

১. ছায়া ইতিহাস - অধ্যাপক জীবন মুখোপাধ্যায় ও ড. সত্যসৌরভ জানা। (ছায়া প্রকাশনী) 
২. ভারত ও বিশ্বের ইতিহাস - অধ্যাপক অসিত কুমার মন্ডল ও বিশ্বজিৎ বাগুই। ( পারুল প্রকাশনী) 
৩. উচ্চমাধ্যমিক ইতিহাস পরিচয় - ধ্রুব কর, তুষার চক্রবর্তী, ড. নির্মল বন্দ্যোপাধ্যায়, ননীগোপাল বেরা। ( প্রগ্রেসিভ পাবলিসার্শ) 
৪. ইতিহাস বিচিত্রা - জি কে পাহাড়ী ও শ্যামল মন্ডল ( রায় ও মার্টিন)। 

Post a Comment (0)
Previous Post Next Post