প্রায় ঐতিহাসিক যুগ : সংক্ষিপ্ত তথ্য

প্রায় ঐতিহাসিক যুগ : সংক্ষিপ্ত তথ্য
প্রায় ঐতিহাসিক যুগ : সংক্ষিপ্ত তথ্য 

(ক.) প্রায় ঐতিহাসিক যুগের সংজ্ঞা ও গুরুত্বপূর্ণ তথ্য :- 

(১.) যে সময়কালে লিখিত উপাদান পাওয়া গেছে, কিন্তু তার পাঠোদ্ধার করা যায় নি, সেই সময়কালের ইতিহাসকেই "প্রায় ঐতিহাসিক যুগ" বলা হয়।

(২.) অনেক ঐতিহাসিক আবার ধাতুর (তামা বা ব্রোঞ্চের) ব্যবহারের সূচনাকাল থেকে লোহার ব্যবহারের সূচনাকাল পর্যন্ত সময়কালকে "প্রায় ইতিহাস" বলে অভিহিত করে থাকেন।

(৩.) ১৯৫১ ক্রিস্টোফার হকার "বিশ্ব প্রাগৈতিহাসিক সম্মেলনে" সভাপতির ভাষনে সর্বপ্রথমপ্রায় ইতিহাস" শব্দটির প্রয়োগ করেন

(৪.) প্রায় ইতিহাস যুগের অন্যতম উদাহরন হলো - ভারতের সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতায় লিপি বা সিলমোহর পাওয়া গেছে কিন্তু তার পাঠোদ্ধার করা যায় নি।

(৫.) প্রায় ঐতিহাসিক যুগের অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিলো - 

  • এই সময় মানুষ লিপির ব্যবহার শুরু করে। 
  • এই সময়কালের মানুষ পাথরের পাশাপাশি ধাতুর ব্যবহারও করতো। 
  • এই যুগ ছিলো প্রাক্ ইতিহাস যুগ থেকে ঐতিহাসিক যুগে উত্তরনের কাল, তাই অনেকে এই যুগকে "যুগ সন্ধিক্ষনের কালও" বলে থাকেন। 
  • এযুগের মানুষদের জীবন যাত্রার মান প্রাগৈতিহাসিক যুগের মানুষদের থেকে অনেক উন্নত ছিলো। 
  • লিপির পাঠোদ্ধার সম্ভব না হওয়ায়, প্রাগৈতিহাসিক যুগের মতো প্রত্নতাত্ত্বিক উপাদানের ভিত্তিতেই এযুগের ইতিহাস লিখতে হয়। 
(৬.) প্রায় ঐতিহাসিক যুগের দুটি পর্ব আছে। যথা - তাম্র প্রস্তর পর্বলৌহ পর্ব। 

(৭.) প্রায় ঐতিহাসিক যুগের সময়কাল নিয়ে বিতর্ক আছে। অনেক ঐতিহাসিকের মতে, ভারতে প্রায় ঐতিহাসিক যুগ বিস্তৃত ছিলো তাম্র প্রস্তর যুগ থেকে শুরু করে লৌহ যুগ পর্যন্ত।

(খ.) ভারতে প্রায় ঐতিহাসিক যুগ নিয়ে বিতর্ক :- 

ভারতে প্রায় ঐতিহাসিক যুগের সময়কাল নিয়ে বিতর্ক ও নানা জটিলতা দেখা যায়। যেমন - 

  • (১.) বৈদিক সভ্যতার মানুষ লিখতে পারতো না। কিন্তু তারা উন্নত সাহিত্য রচনা করেছিলো। খুব স্বাভাবিক ভাবেই তাদের প্রাক্ বা প্রায় ইতিহাসের অন্তর্ভুক্ত করা যায় না। সুতরাং লিপির উদ্ভাবন ও তার পাঠোদ্ধারের ভিত্তিতে প্রায় ইতিহাস যুগকে ভারতে চিহ্নিত করা যায় না। 
  • (২.) অন্যদিকে যারা তামার ব্যবহার থেকে লোহার ব্যবহারের অন্তর্বতী সময়কালকে প্রায় ইতিহাস যুগ বলে চিহ্নিত করতে চান, - তাদের বলে দেওয়া এই সংজ্ঞাও ভারতে ঠিকমতো খাটে না। কেননা উত্তর ভারতে পাথরের ব্যবহারের পর তামা ও লোহার ব্যবহার ক্রমান্বয়ে শুরু হলেও, দক্ষিণ ভারতে তা হয় নি। দক্ষিণ ভারতে পাথরের ব্যবহারের পর লোহার ব্যবহার শুরু হয়। অর্থাৎ সেখানে তাম্র প্রস্তর যুগ আসে নি। 

মক টেস্ট 

মক টেস্ট দেওয়ার জন্য নিন্মলিখিত প্রশ্ন গুলির উত্তর দাও :-


Post a Comment (0)
Previous Post Next Post