ঐতিহাসিক যুগ : সংক্ষিপ্ত তথ্য

ঐতিহাসিক যুগ : সংক্ষিপ্ত তথ্য
ঐতিহাসিক যুগ : সংক্ষিপ্ত তথ্য 


(ক.) ঐতিহাসিক যুগের সংজ্ঞা ও বৈশিষ্ট্য :-

 (১.) যে সময়কালে ইতিহাস রচনার লিখিত উপাদান পাওয়া গেছে এবং তার পাঠোদ্ধারও করা গেছে, তাকেই "ঐতিহাসিক যুগ" বলা হয়।

(২.) ঐতিহাসিক যুগের অন্যতম প্রধান বৈশিষ্ট্য গুলি ছিলো -

  • (I) এই সময়ে মানুষের লিপি জ্ঞান ছিলো। 
  • (ii) ঐতিহাসিক যুগ থেকেই ধারাবাহিক ভাবে সন তারিখ অনুযায়ী অতীত ইতিহাসকে জানতে পারা যায় 
  • (iii) লোহার ব্যবহার ঐতিহাসিক যুগের একটি অন্যতম বৈশিষ্ট্য। 
  • (iv) লিপির উৎকর্ষতা, কৃষি প্রযুক্তির উদ্ভাবন, নগর কেন্দ্রীক সভ্যতার বিকাশ, রাজতন্ত্র বা রাষ্ট্র ব্যবস্থার পরিপূর্ণ ও সুস্পষ্ট বিকাশ ঐতিহাসিক যুগের অন্যতম বৈশিষ্ট্য ছিলো। 
  • (v) প্রত্নতাত্ত্বিক উপাদানের পাশাপাশি লিখিত উপাদান ঐতিহাসিক যুগের ইতিহাস রচনার প্রধান উপাদান বলে বিবেচিত হয়। 

(খ.) বিভিন্ন প্রাচীন সভ্যতায় ঐতিহাসিক যুগের সময়কাল :- 

(১.) সুমেরীয় সভ্যতা :- আনুমানিক ৩,৫০০ খ্রিঃ পূর্বাব্দে সুমেরীয় সভ্যতায় কিউনিফর্ম লিপির উদ্ভব হয় ও ঐতিহাসিক যুগের সূচনা হয়। 

(২.) বিশ্বের প্রাচীন সভ্যতা গুলির মধ্যে সুমেরীয়রাই প্রথম লিখন পদ্ধতি আবিষ্কার করে এবং সেখানেই সবার আগে ঐতিহাসিক যুগের সূচনা ঘটে। 

(৩.) মিশরীয় সভ্যতা :- আনুমানিক ৩২০০ খ্রিঃ পূর্বাব্দে মিশরে হায়রোগ্লিফিক লিপির উদ্ভব হয় এবং ঐতিহাসিক যুগের সূচনা হয়। 

(৪.) ভারতীয় সভ্যতা :- ভারতে ঐতিহাসিক যুগের সূচনা নিয়ে বিতর্ক আছে। কোন কোন ঐতিহাসিকের মতে, ভারতে খ্রিঃ পূর্ব তৃতীয় শতক থেকে ঐতিহাসিক যুগের সূচনা হয়েছিলো। 

(৫.) তবে বেশিরভাগ আধুনিক ঐতিহাসিকরা মনে করেন খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দী থেকেই ভারতে ঐতিহাসিক যুগের সূচনা হয়েছিলো। 

(গ.) ভারতে পাঠোদ্ধার করা প্রথম লিপির পরিচয় :- 

(১.) ভারতে প্রথম পাঠোদ্ধার করা লিপির নাম ছিলো - ব্রাহ্মী লিপি।

(২.) জেমস প্রিন্সেপ ১৮৩৭ খ্রিঃ ব্রাহ্মী লিপির পাঠোদ্ধার করেন। 

(৩.) ভারতের প্রাচীনতম লিপির নাম হল - সোহাগর তাম্রশাসন, যা ব্রাহ্মী লিপিতে খোদিত ছিলো।

(৪.) সোহাগর হলো উত্তরপ্রদেশের গোরখপুর জেলার একটি প্রত্যন্ত গ্রামের নাম ছিলো। এখান থেকেই সোহাগর তাম্রশাসনটি পাওয়া গিয়েছিল। 

(৫.) অশোকের জন্মের প্রায় ৫০ বছর পূর্বে সোহাগর তাম্রশাসন লেখমালাটি উৎকীর্ন করা হয়েছিলো। 

মক টেস্ট 

মক টেস্ট দেওয়ার জন্য নিন্মলিখিত প্রশ্ন গুলির উত্তর দাও :-

Post a Comment (0)
Previous Post Next Post