একাদশ শ্রেনি (সেমিস্টার ১/১) মক টেস্ট - ০২)

 প্রিয় ছাত্রছাত্রী, একাদশ  শ্রেণির সেমিস্টার - ০২ এর দ্বিতীয় পরীক্ষায় তোমাদের স্বাগত। তোমাদের নতুন সিলেবাস ও প্রস্তুতিকে মাথায় রেখে HISTORY CLASS ROOM তোমাদের জন্য একটি আকর্ষনীয় মক টেস্টের আয়োজন করেছে। এই পরীক্ষায় অংশগ্রহণের মধ্য দিয়ে তোমরা তোমাদের প্রস্তুতির মান যাচাই করে নিতে পারবে। 

একাদশ শ্রেণী, মক টেস্ট - ০২
একাদশ শ্রেণী, মক টেস্ট - ০২


আমাদের এই মক টেস্টে ইতিহাসের মূল সিলেবাস সম্পর্কে তোমাদের জ্ঞানের ভান্ডারকে আরও সমৃদ্ধ ও পরিপূর্ণতায় পৌঁছে দেওয়ার জন্য প্রত্যেকটি সঠিক উত্তরের সাথে বিস্তারিত তথ্যও তুলে ধরা হয়েছে। আশা করছি, আমাদের এই ক্ষুদ্র প্রয়াস তোমাদের ভীষণ ভাবে উপকৃত করবে।

পরীক্ষা শুরু করার জন্য নীচের এই বাটনটিতে ক্লিক করো - "পরীক্ষা শুরু"


Post a Comment (0)
Previous Post Next Post