সুপ্রিয় ইতিহাস অনুরাগী পাঠকবৃন্দ ও আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ,
বিগত কয়েক বছর ধরে নিরবচ্ছিন্ন ভাবে এই ওয়েবসাইটে ইতিহাস সম্পর্কিত একাধিক লেখা প্রকাশিত হয়েছে। বর্তমানে অনেকদিন ধরেই আর নতুন কোন লেখা প্রকাশ হচ্ছে না। নতুন লেখা প্রকাশ না হওয়ার সম্পূর্ণ দায় আমারই।
পাঠকের প্রশংসা এবং সমালোচনা, দুটোই যেকোন লেখককে লেখনী রচনায় উজ্জীবিত করে তোলে। এর পাশাপাশি থাকে একটি অন্তরের তাগিদ। দুটোর স্রোত যখন সমান তালে প্রবাহিত হয় তখন সেই স্রোতে লেখকের কলমও ভেসে চলে। কিন্তু স্রোতের বিপরীতে অনেক সময়ে নিয়মকরে ভাঁটাও আসে। ক্লান্তি আর ব্যস্ততার মাঝে পড়ে অনেক সময়েই হেমন্তের পাতাঝড়ার মতো নিতে হয় সাময়িক "বিরতি"।
![]() |
নতুন লেখা সম্পর্কে একটি অনুরোধ |
অবশেষে দীর্ঘ বিরতির পর সুখবর। পুনরায় আমাদের ওয়েবসাইটে নতুন কিছু লেখা প্রকাশিত হতে চলেছে। এতদিন যা কিছু লিখেছি, পাঠক তা সাদরে গ্রহন করেছেন। কিন্তু এবার ঠিক করেছি, পাঠকদের অনুরোধেই লেখা গুলো লিখবো।
সকলের কাছে অনুরোধ, আমাদের ওয়েবসাইটে আপনারা কি ধরনের আলোচনা চাইছেন, তা নির্দ্ধিধায় লিখে পাঠান কমেন্ট বক্সে অথবা biman78931@gmail.com এই মেইলে। সঙ্গে অবশ্যই আপনার নামটি লিখবেন।
"পাঠকের অনুরোধে" - শিরোনামে পৃথক একটি বিভাগে আপনাদের নাম ও অনুরোধের বিষয়টি উল্লেখ করে আলোচনা করা হবে।
এর পাশাপাশি ইওরোপের ইতিহাস নিয়ে যদি আগ্রহ থাকে সেটিরও উল্লেখ করবেন। ধন্যবাদ। ভালো থাকবেন। সুস্থ থাকবেন।
ধন্যবাদান্তে
Historyclassrooms.com
ইউরোপের ইতিহাসের ওপর আলোচনা করুন।
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete