২০২৪ সালে যারা ইতিহাস বিষয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবে, তাদের বিশেষ সহায়তা করার উদ্দেশ্যে নীচের সাজেশনটি তুলে ধরা হলো।
- উচ্চমাধ্যমিক পরীক্ষায় সাধারনত বিগত বছরের প্রশ্ন গুলি থেকেই পরীক্ষায় প্রশ্ন এসে থাকে।
- যে প্রশ্ন বার্ষিক পরীক্ষায় যত বেশিবার পড়েছে, সেই প্রশ্নটিকে তত বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।
- তোমরা যে বছর পরীক্ষা দেবে তার আগের বছরের প্রশ্ন গুলিকে বাদ রেখে পরীক্ষার প্রস্তুতি নিতে হবে। অর্থাৎ ২০২৪ সালে যারা পরীক্ষা দেবে তারা ২০২৩ সালের বড়ো প্রশ্ন গুলিকে বাদ রেখে পরীক্ষার প্রস্তুতি নাও।
- ছোটো প্রশ্নের ক্ষেত্রে যদিও সেই অর্থে কোন সাজেশন দেওয়া যায় না। তবু বিগত ৮/৯ বছরের সালের প্রশ্ন গুলিকে খুঁটিয়ে পড়লে অবশ্যই তোমরা বেশ কিছু প্রশ্ন কমন পেয়ে যাবে
- অধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলিকে "***" দ্বারা চিহ্নিত করে দেওয়া আছে।
প্রথম অধ্যায় (অতীত স্মরন)
মনে রাখবে :-
২০২৩ এ এই অধ্যায় থেকে যে দুটি প্রশ্ন পরীক্ষায় পড়েছিলো, সেগুলি হল :-
(১.) পেশাদারি ইতিহাস বলতে কী বোঝায়? অপেশাদারি ইতিহাসের সঙ্গে পেশাদারি ইতিহাসের পার্থক্য কী? (উঃ মা: - ২০১৭/২০২০/২০২৩)
(২.) মিথ বলতে কী বোঝ? মিথ ও কিংবদন্তির মধ্যে পার্থক্য নির্দেশ করো। (উঃ মাঃ - ২০২৩)
* মাথায় রাখবে তোমরা যে বছর পরীক্ষা দিচ্ছো, তার আগের বছর যে প্রশ্ন গুলি বোর্ডের পরীক্ষায় এসেছিলো, সেগুলি আর এবছর পড়বে না। সুতরাং উপরোক্ত প্রশ্ন গুলি অথবা টপিক গুলি থেকে ২০২৪ সালে বড়ো প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম। * প্রথম অধ্যায় থেকে প্রত্যেক বছর ১ টি করে প্রশ্ন থাকে।
২০২৪ জন্য গুরুত্বপূর্ণ পাঠ্য বিষয় :-
(১.) জাদুঘর,
(২.) মিথ, কিংবদন্তি, স্মৃতিকথা ও লোককথা।
২০২৪ জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন :-
***(১.) জাদুঘর কাকে বলে? অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো। ( উঃ মাঃ - ২০১৬/২০২২)
(২.) মিউজিয়াম বা জাদুঘরের প্রকারভেদ আলোচনা করো। (উঃ মাঃ - ২০১৯)
(৩.) মিথ ও লিজেন্ড বলতে কি বোঝ? অতীত বিষয়ে মানুষের ধারনাকে এরা কিভাবে রূপদান করে? ( উঃ মাঃ - ২০১৫)
অথবা, অতীত স্মরন করার ক্ষেত্রে কিংবদন্তি বা মিথ এবং স্মৃতিকথার ভূমিকা আলোচনা করো। (উঃ মাঃ - ২০১৮)
অথবা, ইতিহাস রচনায় স্মৃতিকথার গুরুত্ব কি? (উঃ মাঃ - ২০২২)
দ্বিতীয় অধ্যায় (১৯ ও ২০ শতকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ)
মনে রাখবে :-
*২০২৩ এ এই অধ্যায় থেকে কোন বড়ো প্রশ্ন পরীক্ষায় আসে নি।
* ২০২৪ এ এই অধ্যায় থেকে বড়ো প্রশ্ন থাকবেই।
২০২৪ জন্য গুরুত্বপূর্ণ পাঠ্য বিষয় :-
(১.) উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের সম্পর্ক বা কারন,
(২.) হবসন লেনিন থিসিস,
(৩.) ঔপনিবেশিক সমাজে জাতি সংক্রান্ত প্রশ্ন,
(৪.) মার্কেনটাইলবাদ তত্ত্ব।
২০২৪ জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন :-
(১.) সাম্রাজ্যবাদ বলতে কি বোঝ? সাম্রাজ্যবাদ উদ্ভবের কারন গুলি সংক্ষেপে বর্ননা করো। ( উঃ মাঃ - ২০১৬)
(২.) উপনিবেশবাদ বলতে কি বোঝ? উপনিবেশবাদের সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক নির্ধারন করো। (উঃ মাঃ - ২০১৯)
***(৩.) উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন লেনিন থিসিস আলোচনা করো। ( উঃ মাঃ - ২০১৫/২০১৭/২০২০)
***(৪.) উপনিবেশিক সমাজে জাতি সংক্রান্ত প্রশ্ন ও তার প্রভাব আলোচনা করো। ( উঃ মাঃ - ২০১৮)
(৩.) মার্কেনটাইল মতবাদ সম্পর্কে যা জানো লেখো। (প্রেক্ষাপট, বৈশিষ্ট্য, সমালোচনা)
তৃতীয় অধ্যায় (ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি : নিয়মিত ও অনিয়মিত সাম্রাজ্য)
মনে রাখবে :-
*প্রতি বছর এই এই অধ্যায় থেকে ২ টি করে প্রশ্ন পরীক্ষায় এসে থাকে। চিনের পার্ট থেকে ১ টি এবং ভারত পার্টের অংশ থেকে ১ টি করে প্রশ্ন থাকে।
* বিগত বছর গুলিতে এই অধ্যায় থেকে যে অনুপাতে প্রশ্ন এসেছিলো তা হলো -
২০১৫ - ২ টি প্রশ্ন।
২০১৬ - ২ টি প্রশ্ন।
২০১৭ - ১ টি প্রশ্ন।
২০১৮ - ২ টি প্রশ্ন।
২০১৯ - ২ টি প্রশ্ন।
২০২০ - ২ টি প্রশ্ন।
২০২২ - ২ টি প্রশ্ন।
২০২৩ - ২ টি প্রশ্ন।
২০২৩ সালে এই অধ্যায় থেকে যে প্রশ্ন দুটি এসেছিলো -
(১.) পলাশী ও বক্সারের যুদ্ধের ফলাফলের তুলনামূলক আলোচনা করো (উঃ মা: - ২০১৫)
(২.) নানকিং ও তিয়েনসিনের সন্ধির মূল শর্ত গুলি আলোচনা করো। (উঃ মাঃ - ২০২৩)
অথবা, চিনের ওপর আরোপিত বিভিন্ন অসম চুক্তি গুলির সংক্ষিপ্ত পরিচয় দাও। ( উঃ মাঃ - ২০১৬/২০১৮/২০২০)
* মাথায় রাখবে তোমরা যে বছর পরীক্ষা দিচ্ছো, তার আগের বছর যে প্রশ্ন গুলি বোর্ডের পরীক্ষায় এসেছিলো, সেগুলি আর এবছর পড়বে না। সুতরাং উপরোক্ত প্রশ্ন গুলি অথবা টপিক গুলি থেকে ২০২৪ সালে বড়ো প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম। * তৃতীয় অধ্যায় থেকে প্রত্যেক বছর ২ টি করে প্রশ্ন থাকে। চিন অংশের প্রশ্নটি খুব ভালো করে করতে হবে।
২০২৪ জন্য গুরুত্বপূর্ণ পাঠ্য বিষয় :-
*চিন - ক্যান্টন বানিজ্য।
*ভারত - ইংরেজদের ভূমিরাজস্ব ব্যবস্থা, ভারতে রেলপথ প্রবর্তন, অবশিল্পায়ন।
২০২৪ জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন :-
* চিন -
***(১.) ক্যান্টন বানিজ্য প্রথার প্রধান বৈশিষ্ট্য গুলি কি ছিলো? এই বানিজ্যের অবসান কেন হয়? ( উঃ মাঃ - ২০১৫/২০১৭/২০১৯/২০২২)
* ভারত -
***(১.) ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থার পরিচয় দাও। (উঃ মাঃ - ২০১৬)
***(২.) ভারতে রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও তার প্রভাব আলোচনা করো। ( উঃ মাঃ - ২০১৯)
(৩.) চিরস্থায়ী বন্দোবস্তের প্রধান শর্তগুলি লেখো। ভারতীয় অর্থনীতিতে এর প্রভাব কী ছিলো? (উঃ মাঃ - ২০২২)
***(৪.) ভারতে অবশিল্পায়নের কারন ও ফলাফল গুলি আলোচনা করো। ( উঃ মাঃ - ২০১৮/২০২০)
(৫.) সিরাজদৌল্লার সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরোধের কারন গুলি কি ছিলো? (অতিরিক্ত)
(৬.) কোম্পানির দেওয়ানি লাভের গুরুত্ব /দ্বৈত শাসন ব্যবস্থার ফলাফল গুলি আলোচনা করো। ( অতিরিক্ত)
চতুর্থ অধ্যায় (সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া )
মনে রাখবে :-
*তৃতীয় অধ্যায়ের মতোই চতুর্থ অধ্যায়টিতেও ২ টি পার্ট আছে। একটি পার্ট ভারত, অপর পার্টটি হলো চিন। ভারত ও চিন দুটি অংশ থেকেই পরীক্ষায় প্রশ্ন এসে থাকে।
২০২৩ এ এই অধ্যায় থেকে যে দুটি প্রশ্ন পরীক্ষায় পড়েছিলো, সেগুলি হল :-
(১.) একজন সমাজ সংস্কারক হিসাবে রাজা রামমোহন রায়ের অবদান মূল্যায়ন করো। (উঃ মা: - ২০২৩)
অথবা, সমাজ ও শিক্ষা সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। ( উঃ মাঃ - ২০১৫/২০১৯)
* মাথায় রাখবে তোমরা যে বছর পরীক্ষা দিচ্ছো, তার আগের বছর যে প্রশ্ন গুলি বোর্ডের পরীক্ষায় এসেছিলো, সেগুলি আর এবছর পড়বে না। সুতরাং উপরোক্ত প্রশ্ন গুলি অথবা টপিক গুলি থেকে ২০২৪ সালে বড়ো প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম। * চতুর্থ অধ্যায় থেকে প্রত্যেক বছর ১/২ টি করে প্রশ্ন থাকে।
২০২৪ জন্য গুরুত্বপূর্ণ পাঠ্য বিষয় :-
*চিন - ৪ ঠা মে আন্দোলন।
*ভারত - আলিগড় আন্দোলন, উনিশ শতকে বঙ্গীয় নবজাগরনের প্রকৃতি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ব্রাহ্মসমাজের আন্দোলন, মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব ও বৈশিষ্ট্য।
২০২৪ জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন :-
* চিন -
***(১.) চিনের ৪ ঠা মে আন্দোলনের কারন ও প্রভাব /গুরুত্ব আলোচনা করো। ( উঃ মাঃ - ২০১৬)
* ভারত -
***(১.) আলিগড় আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। (উঃ মাঃ - ২০১৭/২০২২)
***(২.) বাংলার নবজাগরনের প্রকৃতি আলোচনা করো। ( উঃ মাঃ - ২০১৮)
***(৩.) ব্রিটিশ শাসনকালে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের বিবরন দাও। (উঃ মাঃ - ২০১৭/২০২০)
(৪.) সমাজ সংস্কার ও নারী শিক্ষার প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান পর্যালোচনা করো।
অথবা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সমাজ ও শিক্ষা সংস্কারের বিবরন দাও। (উঃ মাঃ - ২০২২)
***(৫.) ব্রাহ্ম সমাজের আন্দোলন ও তার অবদান সম্পর্কে একটি প্রবন্ধ রচনা করো (অতিরিক্ত)
(৬.) ভারতে মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভবের কারন ও বৈশিষ্ট্য গুলি আলোচনা করো। ( অতিরিক্ত)
পঞ্চম অধ্যায় (ঔপনিবেশিক ভারতের শাসন)
মনে রাখবে :-
২০২৩ এ এই অধ্যায় থেকে যে দুটি প্রশ্ন পরীক্ষায় পড়েছিলো, সেগুলি হল :-
(১.) মন্টেগু - চেমসফোর্ড আইনের সমালোচনামূলক বিশ্লেষন করো। ( উঃ মা: - ২০১৫/২০১৭/২০২০/২০২৩)
(২.) বাংলায় ১৯৪৩ খ্রিঃ দুর্ভিক্ষের কারন গুলি কী ছিলো? এই ব্যাপারে ব্রিটিশ সরকারের ভূমিকা কী ছিলো? (উঃ মাঃ - ২০২৩)
* মাথায় রাখবে তোমরা যে বছর পরীক্ষা দিচ্ছো, তার আগের বছর যে প্রশ্ন গুলি বোর্ডের পরীক্ষায় এসেছিলো, সেগুলি আর এবছর পড়বে না। সুতরাং উপরোক্ত প্রশ্ন গুলি অথবা টপিক গুলি থেকে ২০২৪ সালে বড়ো প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম। * এই অধ্যায় থেকে প্রত্যেক বছর ১/২ টি করে প্রশ্ন থাকে।
২০২৪ জন্য গুরুত্বপূর্ণ পাঠ্য বিষয় :-
(১.) মর্লে মিন্টো শাসন সংস্কার আইন,
(২.) ১৯৩৫ খ্রিঃ ভারত শাসন আইন,
(৩.) রাওলাট আইন.
(৪.) জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ড,
(৫.) মীরাট ষড়যন্ত্র মামলা,
(৬.) বিভাজন ও শাসননীতি।
২০২৪ জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন :-
(১.) ১৯০৯ খ্রিঃ মর্লে মিন্টো আইনের প্রধান বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করো। ( উঃ মাঃ - ২০২২)
***(২.) ১৯৩৫ এর ভারত শাসন আইনের প্রেক্ষাপট ও শর্তাবলী আলোচনা করো। এই আইনের গুরুত্ব কী ছিলো? (উঃ মাঃ - ২০১৬)
***(৩.) রাওলাট আইনের উদ্দেশ্য গুলি কী ছিলো? গান্ধীজি কেন এই আইনের বিরোধীতা করেন? ( উঃ মাঃ - ২০১৮/২০২২)
***(৪.) জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রেক্ষাপট ও গুরুত্ব আলোচনা করো। ( উঃ মাঃ - ২০১৬)
***(১.) লখনৌ চুক্তির শর্তাবলী উল্লেখ করো। এই চুক্তির গুরুত্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। ( উঃ মাঃ - ২০১৯)
***(১.) কোন পরিস্থিতিতে মীরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়েছিলো? এর ফলাফল কী হয়েছিলো? ( উঃ মাঃ - ২০২২)
(১.) বিভাজন ও শাসননীতি কাকে বলে? ব্রিটিশ সরকার কীভাবে ভারতে বিভাজন ও শাসন নীতি প্রয়োগ করেছিলো? (অতিরিক্ত)
ষষ্ঠ অধ্যায় (দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও উপনিবেশ সমূহ )
মনে রাখবে :-
২০২৩ এ এই অধ্যায় থেকে যে প্রশ্নটি পরীক্ষায় পড়েছিলো, সেটি হল :-
(১.) ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান পর্যালোচনা করো। ( উঃ মা: - ২০২৩)
অথবা, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে নেতাজী সুভাষচন্দ্র বসু ও আজাদ হিন্দ ফৌজের অবদান পর্যালোচনা করো। (উঃ মাঃ - ২০১৮)
* মাথায় রাখবে তোমরা যে বছর পরীক্ষা দিচ্ছো, তার আগের বছর যে প্রশ্ন গুলি বোর্ডের পরীক্ষায় এসেছিলো, সেগুলি আর এবছর পড়বে না। সুতরাং উপরোক্ত প্রশ্ন গুলি অথবা টপিক গুলি থেকে ২০২৪ সালে বড়ো প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম। * এখনও পর্যন্ত এই অধ্যায় থেকে খুব কমই প্রশ্ন পড়েছে। এই অধ্যায় থেকে ১ টি প্রশ্ন পরীক্ষায় থাকতে পারে।
২০২৪ জন্য গুরুত্বপূর্ণ পাঠ্য বিষয় :-
(১.) ভারত ছাড়ো আন্দোলন ,
(২.) ক্রিপশ মিশন,
(৩.) নৌ বিদ্রোহ।
২০২৪ জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন :-
***(১.) ১৯৪৬ খ্রিঃ নৌ বিদ্রোহের কারন ও তাৎপর্য লেখো। ( উঃ মাঃ - ২০১৯/২০২২)
***(২.) ক্রিপশ মিশনের প্রস্তাব গুলি কী ছিলো? ভারতীয়রা কেন গুলিকে প্রত্যাখ্যান করেছিলেন? (উঃ মাঃ - ২০২২)
অথবা, ক্রিপশ মিশন ভারতে আসার কারন কি ছিলো? ক্রিপশের মূল প্রস্তাব গুলি কী ছিলো? কেন ভারতীয়রা সেগুলি প্রত্যাখ্যান করেছিলো?
***(৩.) ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে একটি নিবন্ধ রচনা করো। ( উঃ মাঃ - ২০১৮/২০২২)
অথবা, ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করো। এই আন্দোলনে নারীদের অংশগ্রহণ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো।
সপ্তম অধ্যায় (ঠান্ডা লড়াইয়ের যুগ)
মনে রাখবে :-
২০২৩ এ এই অধ্যায় থেকে যে প্রশ্নটি পরীক্ষায় পড়েছিলো, সেটি হল :-
(১.) সুয়েজ সংকটের কারন ও ফলাফল আলোচনা করো। ( উঃ মা: - ২০২৩)
অথবা, সুয়েজ সংকট কেন দেখা দিয়েছিলো? (উঃ মাঃ - ২০১৫)
অথবা, সুয়েজ সংকটের তাৎপর্য ব্যাখ্যা করো। এই সংকটে ভারত কী ভূমিকা নিয়েছিলো? (উঃ মাঃ - ২০১৮)
* মাথায় রাখবে তোমরা যে বছর পরীক্ষা দিচ্ছো, তার আগের বছর যে প্রশ্ন গুলি বোর্ডের পরীক্ষায় এসেছিলো, সেগুলি আর এবছর পড়বে না। সুতরাং উপরোক্ত প্রশ্ন গুলি অথবা টপিক গুলি থেকে ২০২৪ সালে বড়ো প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম। * এই অধ্যায় থেকে প্রত্যেক বছর সাধারনত ২ টি করে প্রশ্ন পরীক্ষায় থাকে।
২০২৪ জন্য গুরুত্বপূর্ণ পাঠ্য বিষয় :-
(১.) ঠান্ডা লড়াইয়ের তাত্ত্বিক ভিত্তি,
(২.) ট্রুম্যান নীতি,
(৩.) মার্শাল পরিকল্পনা,
(৪.) কিউবা সংকট,
(৫.) কোরিয়া সংকট,
(৬.) ভিয়েতনাম সংকট.
(৭.) জোটনিরপেক্ষ আন্দোলন,
(৮.) প্যালেস্টাইন সমস্যা,
(৯.) পূর্ব ইওরোপে সোভিয়েতিকরন,
(১০.) ১৯৫০ খ্রিঃ কমিউনিস্ট চিনের উত্থান।
২০২৪ জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন :-
***(১.) ঠান্ডা লড়াই বলতে কী বোঝ? ঠান্ডা লড়াইয়ের তাত্ত্বিক ভিত্তি ব্যাখ্যা করো। ( উঃ মাঃ - ২০১৬)
***(২.) ট্রুম্যান নীতি কী? মার্শাল পরিকল্পনার উদ্দেশ্য গুলি কী ছিলো? (উঃ মাঃ - ২০১৫/২০১৮)
(৩.) কিউবা ক্ষেপণাস্ত্র সংকটের সংক্ষিপ্ত পরিচয় দাও। (উঃ মাঃ - ২০১৭)
***(৪.) হো চি মিনের নেতৃত্বে ভিয়েতনাম মুক্তি যুদ্ধের একটি সংক্ষিপ্ত পরিচয় দাও। (উঃ মাঃ - ২০১৫/২০২২)
অথবা, ভিয়েতনাম সংকটের ওপর একটি সংক্ষিপ্ত আলোচনা করো।
(৫.) কোরিয়া যুদ্ধের ফলাফল ও তাৎপর্য কি ছিলো? ( উঃ মাঃ - ২০২০)
***(৬.) জোটনিরপেক্ষ আন্দোলনের মূল্যায়ন করো। (উঃ মাঃ - ২০২০)
(৭.) পূর্ব ইউরোপে সোভিয়েতিকরনের উদ্দেশ্য কী ছিলো? বিভিন্ন দেশে এর কী প্রভাব পড়েছিলো? (উঃ মাঃ - ২০১৮)
(৮.) ১৯৫০ এর দশকে আন্তর্জাতিক রাজনীতিতে কমিউনিস্ট চিনের প্রভাব নিরুপন করো। (উঃ মাঃ - ২০১৯)
***(৯.) ইজরায়েল রাষ্ট্র কীভাবে তৈরি হয়েছিলো?
অথবা, প্যালেস্টাইন সমস্যা সম্পর্কে একটি সংক্ষিপ্ত আলোচনা করো। (অতিরিক্ত)
অষ্টম অধ্যায় (অব উপনিবেশীকরন)
মনে রাখবে :-
২০২৩ এ এই অধ্যায় থেকে যে প্রশ্নটি পরীক্ষায় পড়েছিলো, সেটি হল :-
(১.) বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত পরিচয় দাও। এই যুদ্ধে ভারতের ভূমিকা কী ছিলো? ( উঃ মা: - ২০১৫/২০১৯/২০২৩)
অথবা, স্বাধীন বাংলাদেশের উত্থান ও শেখ মুজিবর রহমানের ভূমিকা আলোচনা করো।
* মাথায় রাখবে তোমরা যে বছর পরীক্ষা দিচ্ছো, তার আগের বছর যে প্রশ্ন গুলি বোর্ডের পরীক্ষায় এসেছিলো, সেগুলি আর এবছর পড়বে না। সুতরাং উপরোক্ত প্রশ্ন গুলি অথবা টপিক গুলি থেকে ২০২৪ সালে বড়ো প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম। * এই অধ্যায় থেকে প্রত্যেক বছর সাধারনত ১ টি করে প্রশ্ন পরীক্ষায় এসে থাকে।
২০২৪ জন্য গুরুত্বপূর্ণ পাঠ্য বিষয় :-
(১.) অব উপনিবেশীকরনের প্রভাব,
(২.) ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা,
(৩.) সার্ক,
(৪.) ভারতে উদারনীতিবাদ।
২০২৪ জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন :-
***(১.) অব উপনিবেশীকরন বলতে কী বোঝ? এর সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক তাৎপর্য ব্যাখ্যা করো। ( উঃ মাঃ - ২০১৮)
***(২.) স্বাধীন ভারতের প্রথম ৩ টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো। (উঃ মাঃ - ২০১৭)
***(৩.) সার্ক গঠনের প্রেক্ষাপট ও উদ্দেশ্য কী ছিলো? (উঃ মাঃ - ২০১৬/২০২০)
(৪.) ভারতে উদারনীতিবাদের সূচনা ও তার প্রভাব সম্পর্কে একটি সংক্ষিপ্ত আলোচনা করো। (অতিরিক্ত)