ইতিহাসের ধারনা : ক্লাস - ৫ (বিভিন্ন ধারার ইতিহাস চর্চা ও ঐতিহাসিক)

ইতিহাসের ধারনা অধ্যায়টি পড়তে গিয়ে ইতিহাস চর্চার একাধিক ধারা ও সেই ধারার সাথে যুক্ত ঐতিহাসিকদের নাম তোমরা পড়ে থাকো। কোন ঐতিহাসিক কোন ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত - এ সম্পর্কে প্রায়ই মাধ্যমিক পরীক্ষায় MCQ আকারে প্রশ্ন এসে থাকে। 

এক্ষেত্রে ঐতিহাসিকদের নাম গুলো একটি ছকের আকারে লিখে রাখলে অনেকটাই মনে রাখতে সুবিধা হয়। আশা করছি, নীচের ছকটি তোমাদের পরীক্ষা প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে। 

ইতিহাসের ধারনা : ক্লাস - ৫ ( বিভিন্ন ধারার ইতিহাস চর্চা ও ঐতিহাসিকদের নামের তালিকা)
ইতিহাসের ধারনা : ক্লাস - ৫ ( বিভিন্ন ধারার ইতিহাস চর্চা ও ঐতিহাসিকদের নামের তালিকা) 

বিভিন্ন ধারার ইতিহাস ও ঐতিহাসিকদের নামের তালিকা :- 

ইতিহাস চর্চার নাম ঐতিহাসিক
নতুন সামাজিক ইতিহাস মার্ক ব্লখ, লুসিয়েন ফেবর, লাদুরি, পার্থ চট্টোপাধ্যায়, জ্ঞানেন্দ্র পান্ডে।
নিন্মবর্গের ইতিহাস রনজিৎ গুহ, পার্থ চট্টোপাধ্যায়, গৌতম ভদ্র, দীপেশ চক্রবর্তী, সুদীপ্ত কবিরাজ।
খেলার ইতিহাস বোরিয়া মজুমদার, রামচন্দ্র গুহ, কৌশিক বন্দোপাধ্যায়, সৌমেন মিত্র, শৌভিক নাহার, গৌতম ভট্টাচার্য, রূপক সাহা, রিচার্ড হোল্ট।
খাদ্যাভ্যাসের ইতিহাস জে গ্র্যামিলিয়ন, তপন রায়চৌধুরী, কে টি আচয়,
পোশাক পরিচ্ছদের ইতিহাস মলয় রায়, নিরুপমা পুন্ডি, কার্ল কোহলার, কর্নেল ডালটন, পিটার ম্যাকলিন।
শিল্প চর্চার ইতিহাস শোভনা গুপ্ত, গায়েত্রী চট্টোপাধ্যায়, আশুতোষ ভট্টাচার্য, সত্যজিৎ রায়, ব্রজেন্দ্রনাথ বন্দোপাধ্যায়, তপন সিংহ, তারাপদ সাঁতরা, হিতেশরঞ্জন সান্যাল
যানবাহন ও যোগাযোগ ব্যবস্থার ইতিহাস ইয়ান কের, সুনীল কুমার মুন্সি, নীতিন সিনহা,
স্থানীয় ইতিহাস সতীশচন্দ্র মিত্র, নিখিলনাথ রায়, কুমুদনাথ মল্লিক, মনোরঞ্জন চন্দ্র, সুধীর কুমার মিত্র, নীহাররঞ্জন রায়, ভবানীচরন বন্দ্যোপাধ্যায়।
শহরের ইতিহাস সৌমিত্র শ্রীমানী, অনিরুদ্ধ রায়, আব্দুল মোমিন চৌধুরী, নারায়নী গুপ্ত, সৌমেন মুখোপাধ্যায়, জিম ম্যাসেলস, রীনা ওল্ডেনবার্গ।
সামরিক ইতিহাস যদুনাথ সরকার, কৌশিক রায়, রিচার্ড জে ইভানস, ড্যানিয়েল মার্সটন, চন্দর সিং সুন্দরম, রিচার্ড কোহন।
পরিবেশের ইতিহাস রেচল কারসন, অ্যালফ্রেড ক্রমাবি, রিচার্ড গ্রোভ, রামচন্দ্র গুহ, মহেশ রঙ্গরাজন, শমিত কর, শুভেন্দু গুপ্ত, ইরফান হাবিব, মাধব গ্যাডগিল, সুধাংশু পাত্র।
বিজ্ঞান, প্রযুক্তি ও চিকিৎসা বিদ্যার ইতিহাস ইরফান হাবিব, সমর সেন, আচার্য প্রফুল্ল চন্দ্র রায়, দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়, টমাস কোহন, তপন চক্রবর্তী, দীপক কুমার, জে ডি বার্নাল।
স্থাপত্যের ইতিহাস জে ফার্গুসন, আমিয়কুমার বন্দোপাধ্যায়, ক্যাথরিন অ্যাশার, ফার্সি ব্রাউন, জর্জ মিশেল, বিজয় কুমার বন্দ্যোপাধ্যায়।
দৃশ্য শিল্পের ইতিহাস অবনীন্দ্রনাথ ঠাকুর, বিনোদ বিহারী মুখোপাধ্যায়. অশোক মিত্র, গীতা কাপুর, জন ওয়েড, আর ডগলাস নিকেল, সোফি গর্ডন, বিদ্যা দেহেজিয়া।
নারী ইতিহাস নীরা দেশাই, জেরান্ডিন ফোর্বস, এম এন শ্রীনিবাস, হিরন্ময় বন্দ্যোপাধ্যায়, শমিতা সেন, বি আর নন্দ, ক্ষিতিমোহন সেন, নন্দিতা ধাওয়ান, কমলা ভাসিন
Post a Comment (0)
Previous Post Next Post