একাদশ শ্রেনির ইতিহাস সাজেশন - ২০২৪

 ২০২৪ সালে যারা ইতিহাস বিষয়ে একাদশ শ্রেণিতে পরীক্ষা দেবে, তাদের বিশেষ সহায়তা করার উদ্দেশ্যে নীচের সাজেশনটি তুলে ধরা হলো।

মনে রাখবে:-

  • একাদশ শ্রেণির পরীক্ষায় সাধারনত বিগত বছরের প্রশ্ন গুলি থেকেই পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। 
  • যে প্রশ্ন বার্ষিক পরীক্ষায় যত বেশিবার পড়েছে, সেই প্রশ্নটিকে তত বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। 
  • তোমরা যে বছর পরীক্ষা দেবে তার আগের বছরের প্রশ্ন গুলিকে বাদ রেখে পরীক্ষার প্রস্তুতি নিতে হবে। অর্থাৎ ২০২৪ সালে যারা পরীক্ষা দেবে তারা ২০২৩ সালের বড়ো প্রশ্ন গুলিকে বাদ রেখে পরীক্ষার প্রস্তুতি নাও। 
  • একাদশ শ্রেণিতে প্রথম অধ্যায়অষ্টম অধ্যায় থেকে কোন বড়ো প্রশ্ন পরীক্ষায় পড়বে না। 
  • ছোটো প্রশ্নের ক্ষেত্রে অবশ্যই বিগত ৮/৯ বছরের সালের প্রশ্ন গুলিকে খুঁটিয়ে পড়লে প্রায় সমস্ত প্রশ্নই তোমরা কমন পেয়ে যাবে। 
  • নীচের সাজেশনটিতে অধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলিকে স্টার মার্ক 👉"***" দ্বারা চিহ্নিত করে দেওয়া আছে। 
একাদশ শ্রেণির ইতিহাস সাজেশন - ২০২৪
একাদশ শ্রেণির ইতিহাস সাজেশন - ২০২৪

দ্বিতীয় অধ্যায় (আদিম মানব থেকে প্রাচীন সভ্যতাসমূহ)

মনে রাখবে :- 

২০২৩ এ এই অধ্যায় থেকে যে দুটি প্রশ্ন পরীক্ষায় পড়েছিলো, সেগুলি হল :-

(১.) মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য গুলি কী ছিলো? (একাদশ - ২০২৩/২০১৮)
(২.) হরপ্পা সভ্যতার মানুষের সামাজিক এবং অর্থনৈতিক জীবনের বর্ননা দাও। (একাদশ - ২০২৩/২০২০) 
অথবা, সিন্ধু সভ্যতাকে হরপ্পা সভ্যতা কেন বলা হয়? এই সভ্যতার মানুষের সামাজিক ও অর্থনৈতিক জীবনের বর্ননা দাও। (একাদশ - ২০১৭)

* মাথায় রাখবে তোমরা যে বছর পরীক্ষা দিচ্ছো, তার আগের বছর যে প্রশ্ন গুলি বোর্ডের পরীক্ষায় এসেছিলো, সেগুলি আর এবছর পড়বে না। সুতরাং উপরোক্ত প্রশ্ন গুলি অথবা টপিক গুলি থেকে ২০২৪ সালে বড়ো প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম। * দ্বিতীয় অধ্যায় থেকে প্রত্যেক বছর "অথবা" দিয়ে ২ টি করে প্রশ্ন থাকে। 

২০২৪ জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন :- 

***(১.) চারটি নদী কেন্দ্রীক সভ্যতার নাম লেখো। এই সভ্যতা গুলি নদী তীরবর্তী অঞ্চলে গড়ে উঠেছিলো কেন? ( একাদশ - ২০১৫/২০১৮)

***(২.) কিভাবে বিবর্তনের মধ্য দিয়ে আদিম মানুষ শিকারী খাদ্য সংগ্রাহক থেকে স্থায়ী বসবাসকারীতে পরিনত হয়? (একাদশ - ২০১৫/২০২০)

(৩.) হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনার বর্ননা দাও। এই সভ্যতার পতন কেন হয়? ( একাদশ - ২০১৬/২০১৯) 
অথবা, হরপ্পা সভ্যতার বিশেষত্ব লেখো। এই সভ্যতার পতন কেন হয়? (একাদশ - ২০২২)

(৪.) প্রাচীন মিশরীয় শিল্প সংস্কৃতির মূল্যায়ন করো। (একাদশ - ২০১৬)
 
***(৫.) নব্য প্রস্তর যুগের মানুষের জীবনযাত্রার পরিচয় দাও। এই যুগের গুরুত্ব কী? (একাদশ - ২০১৭/২০১৯/২০২২)

তৃতীয় অধ্যায় (রাজনৈতিক সংগঠনের বিকাশ : শাসনব্যবস্থা ও প্রতিষ্ঠানের  ধারণা )

মনে রাখবে :- 

২০২৩ এ এই অধ্যায় থেকে যে প্রশ্নটি পরীক্ষায় পড়েছিলো, সেটি হল :-

(১.) রোমান সাম্রাজ্য ও গুপ্ত সাম্রাজ্যের তুলনামূলক আলোচনা করো (একাদশ - ২০২৩/২০২০)
অথবা, রোমান ও গুপ্ত সাম্রাজ্যের বিস্তার নীতির তুলনামূলক আলোচনা করো। (একাদশ - ২০১৭)

* মাথায় রাখবে তোমরা যে বছর পরীক্ষা দিচ্ছো, তার আগের বছর যে প্রশ্ন গুলি বোর্ডের পরীক্ষায় এসেছিলো, সেগুলি আর এবছর পড়বে না। সুতরাং উপরোক্ত প্রশ্ন গুলি অথবা টপিক গুলি থেকে ২০২৪ সালে বড়ো প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম। * তৃতীয় অধ্যায় থেকে প্রত্যেক বছর ১ টি করে প্রশ্ন থাকে। 

২০২৪ জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন :- 

***(১.) সাম্রাজ্য বলতে কি বোঝায়? মৌর্য ও ম্যাসিডোনিয়া সাম্রাজ্যের তুলনামূলক আলোচনা করো। ( একাদশ - ২০১৫/২০১৯/২০২২)

***(২.) পলিসের বৈশিষ্ট্য ও পতনের কারন আলোচনা করো। (একাদশ - ২০১৬/২০১৮)

চতুর্থ অধ্যায় ( রাষ্ট্রের প্রকৃতি এবং তার শাসনযন্ত্র)

মনে রাখবে :- 

২০২৩ এ এই অধ্যায় থেকে যে প্রশ্নটি পরীক্ষায় পড়েছিলো, সেটি হল :-

(১.) ইক্তা ব্যবস্থা কী? দিল্লির সুলতানি রাষ্ট্রের প্রকৃতি আলোচনা করো। (একাদশ - ২০২৩/২০১৭)
অথবা, ইক্তা ব্যবস্থার বিবর্তন আলোচনা করো। (একাদশ - ২০১৯)

* মাথায় রাখবে তোমরা যে বছর পরীক্ষা দিচ্ছো, তার আগের বছর যে প্রশ্ন গুলি বোর্ডের পরীক্ষায় এসেছিলো, সেগুলি আর এবছর পড়বে না। সুতরাং উপরোক্ত প্রশ্ন গুলি অথবা টপিক গুলি থেকে ২০২৪ সালে বড়ো প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম। * চতুর্থ অধ্যায় থেকে প্রত্যেক বছর ১/২ টি করে প্রশ্ন থাকে। 

২০২৪ জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন :- 

***(১.) সংক্ষেপে লেখো : নতুন রাজতন্ত্র ও টমাস ক্রমওয়েলের অবদান। ( একাদশ - ২০১৫)

***(২.) পারস্যের "ক্ষত্রপ" ও চিনের "ম্যান্ডারিন" এর বর্ননা দাও। (একাদশ - ২০১৬/২০১৯/২০২২)

***(৩.) কৌটিল্যের অর্থশাস্ত্রে এবং বারনীর ফতোয়া ই জাহান্দারিতে রাজতন্ত্র ও রাষ্ট্রনীতি সম্বন্ধে ধারনা কি ছিলো? (একাদশ - ২০১৮)

অথবা, কৌটিল্য অর্থশাস্ত্রে রাষ্ট্রনীতি সম্পর্কে যে আলোচনা করেছেন তার ব্যাখ্যা করো। (একাদশ - ২০১৯/২০২২)

অথবা, বারনির ফতোয়া ই জাহান্দারিতে রাজতন্ত্র এবং রাষ্ট্রনীতি বিষয়ে ধারনা কি ছিলো?  (একাদশ - ২০২০)

***(৪.) মনসবদারি ব্যবস্থা সম্পর্কে একটি নিবন্ধ লেখো। (একাদশ - ২০২২)

পঞ্চম অধ্যায় ( অর্থনীতির বিভিন্ন দিক)

মনে রাখবে :- 

২০২৩ এ এই অধ্যায় থেকে যে তিনটি প্রশ্ন পরীক্ষায় পড়েছিলো, সেগুলি হল :-

(১.) মধ্যযুগের ইওরোপে গিল্ডের কার্যাবলি লেখো। (একাদশ - ২০২৩)
অথবা, মধ্যযুগে ইওরোপে গিল্ড প্রতিষ্ঠার কারন আলোচনা করো। (একাদশ - ২০১৭)
অথবা, মধ্যযুগে ইওরোপে বানিজ্যের প্রসারে গিল্ডের ভূমিকা আলোচনা করো। (একাদশ - ২০২০)

(২.) গুপ্তযুগে ভারতে সামন্তপ্রথার উত্থানের পটভূমি ব্যাখ্যা করো। (একাদশ - ২০২৩/২০১৭)

(২.) প্রাচীন মিশর ও প্রাচীন রোমের দাসপ্রথার তুলনামূলক আলোচনা করো। (একাদশ - ২০২৩)


* মাথায় রাখবে তোমরা যে বছর পরীক্ষা দিচ্ছো, তার আগের বছর যে প্রশ্ন গুলি বোর্ডের পরীক্ষায় এসেছিলো, সেগুলি আর এবছর পড়বে না। সুতরাং উপরোক্ত প্রশ্ন গুলি অথবা টপিক গুলি থেকে ২০২৪ সালে বড়ো প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম। * পঞ্চম অধ্যায় থেকে প্রত্যেক বছর ২ টি করে প্রশ্ন থাকে। যেকোন দুটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্নের উত্তর দিতে হয়। 
* এই অধ্যায় থেকে "সামন্ততন্ত্র বিষয়ক" একটি প্রশ্ন প্রত্যেক বছরেই এসে থাকে। 

২০২৪ জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন :- 

সামন্ততন্ত্র বিষয়ক প্রশ্ন :- 

***(১.) মধ্যযুগে ইওরোপের সামন্ততান্ত্রিক অর্থনীতিতে ম্যানর প্রথার প্রধান বৈশিষ্ট্যাবলী উল্লেখ করো। ( একাদশ - ২০১৫/২০১৮)

(২.) সামন্ততন্ত্র বলতে কী বোঝ? ভারতের সামন্তপ্রথার বৈশিষ্ট্য উল্লেখ করো। (একাদশ - ২০১৬)

***(৩.) সামন্ততন্ত্র বলতে কী বোঝ? ইওরোপে সামন্ততন্ত্রের পতনের কারন গুলি লেখো। (একাদশ - ২০১৯)

***(৪.) ভারতীয় এবং ইওরোপীয় সামন্ততন্ত্রের তুলনামূলক আলোচনা করো। (একাদশ - ২০২২)

অন্যান্য প্রশ্ন :- 

***(৫.) ভারতীয় উপমহাদেশের অর্থনীতিতে ইন্দো - রোম বানিজ্যের প্রভাব কি ছিলো? ভারতীয় উপমহাদেশের তৃতীয় নগরায়নের কারন গুলি কি কি? (একাদশ - ২০১৫/২০১৯/২০২২)

***(৬.) প্রাচীন রোম ও প্রাচীন ভারতের দাসপ্রথার তুলনামূলক আলোচনা করো। (একাদশ - ২০১৬/২০২০)

***(৭.) প্রাচীন মিশর ও প্রাচীন ভারতের দাস প্রথার তুলনামূলক বিবরন দাও। (একাদশ - ২০১৮)

(৮.) প্রাচীন ভারতের প্রথম নগরায়ন এবং বানিজ্য সম্পর্কে সংক্ষেপে লেখো। (একাদশ - ২০২২)

ষষ্ঠ অধ্যায় (সমাজের ঘটনাপ্রবাহ)

মনে রাখবে :- 

২০২৩ এ এই অধ্যায় থেকে যে প্রশ্নটি পরীক্ষায় পড়েছিলো, সেটি হল :-

(১.) প্রাচীন ভারতে নারী শিক্ষার বিবরন দাও। (একাদশ - ২০২৩/২০১৭)

* মাথায় রাখবে তোমরা যে বছর পরীক্ষা দিচ্ছো, তার আগের বছর যে প্রশ্ন গুলি বোর্ডের পরীক্ষায় এসেছিলো, সেগুলি আর এবছর পড়বে না। সুতরাং উপরোক্ত প্রশ্ন গুলি অথবা টপিক গুলি থেকে ২০২৪ সালে বড়ো প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম। 
* ষষ্ঠ অধ্যায় থেকে প্রত্যেক বছর "অথবা" দিয়ে মোটামুটি ২ টি করে প্রশ্ন থাকে। দুটি প্রশ্নের মধ্যে যেকোন একটি করতে হয়। 

*তবে ২০১৯ ও ২০২২ সালে এই অধ্যায় থেকে একটিও বড়ো প্রশ্ন পরীক্ষায় পড়ে নি। 

২০২৪ জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন :- 

***(১.) প্রাচীন মিশরে ক্লিওপেট্রার পরিচয় ও কার্যাবলি সম্পর্কে আলোচনা করো। ( একাদশ - ২০১৫)

***অথবা, প্রাচীন মিশরের নেফারতিতি ও ক্লিওপেট্রার কার্যাবলির পরিচয় দাও। (একাদশ - ২০১৭)

***(২.) ভারতের ইতিহাসে সুলতানা রাজিয়া ও নুরজাহানের অবদান সংক্ষেপে আলোচনা করো। (একাদশ - ২০১৬)

(৩.) রানি দুর্গাবতীর কার্যাবলি আলোচনা করো। "নূরজাহান চক্র" কী? (একাদশ - ২০২০)

***(৪.) রাজপুত জাতির উৎপত্তি এবং ভারতের জাতীয় জীবনে তাদের অবদানের কথা উল্লেখ করো। (একাদশ - ২০১৫/২০১৮)

***(৫.) প্রাচীন ভারতে "বর্ন" ও "জাতি" প্রথা সম্পর্কে একটি বিশদ ভাবে আলোচনা করো। ( একাদশ - ২০১৬) 

***অথবা, বর্ন প্রথার বৈশিষ্ট্য কী? "বর্ন" ও "জাতি" র ধারনার মধ্যে পার্থক্য নিরুপন করো। (একাদশ - ২০১৮/২০২০)

সপ্তম অধ্যায় (ধর্ম : রাষ্ট্র ও সমাজ)

মনে রাখবে :- 

২০২৩ এ এই অধ্যায় থেকে যে প্রশ্নটি পরীক্ষায় পড়েছিলো, সেটি হল :-

(১.) ইওরোপে ধর্মসংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদান আলোচনা করো। (একাদশ - ২০২৩/২০১৮)

* মাথায় রাখবে তোমরা যে বছর পরীক্ষা দিচ্ছো, তার আগের বছর যে প্রশ্ন গুলি বোর্ডের পরীক্ষায় এসেছিলো, সেগুলি আর এবছর পড়বে না। সুতরাং উপরোক্ত প্রশ্ন গুলি অথবা টপিক গুলি থেকে ২০২৪ সালে বড়ো প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম। * সপ্তম অধ্যায় থেকে প্রত্যেক বছর ১ টি করে প্রশ্ন থাকে। 

২০২৪ জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন :- 

***(১.) খ্রিঃ পূর্ব ষষ্ঠ শতকে ভারতে নতুন ধরনের ধর্মীয় আন্দোলন গুলির পটভূমি লেখ। ( একাদশ - ২০১৫/২০১৯)

***(২.) ইওরোপে ধর্মসংস্কার আন্দোলনের কারন গুলি আলোচনা করো। (একাদশ - ২০১৬)

***(৩.) আকবরের দিন - ই - ইলাহি সম্পর্কে বিশদভাবে আলোচনা করো। ( একাদশ - ২০১৭) 

***(৪.) ক্রুসেডের কারন গুলি আলোচনা করো। (একাদশ - ২০২০)

প্রতি রবিবার প্রকাশিত হয় নতুন লেখা *** প্রতি রবিবার প্রকাশিত হয় নতুন লেখা *** প্রতি রবিবার প্রকাশিত হয় নতুন লেখা**** প্রতি রবিবার প্রকাশিত হয় নতুন লেখা
Post a Comment (0)
Previous Post Next Post