মে দিবস কেন এবং ভারতে কবে থেকে পালন করা হয়?

১৮৮৬ খ্রিঃ ১লা মে আমেরিকার শিকাগো শহরে দৈনিক আটঘন্টা কাজের দাবিতে শ্রমিকরা ধর্মঘট করে। এই সময় পুলিশের আক্রমণে চারজন শ্রমিক নিহত হয় এবং চারজনের ফাঁসি হয়। এদের স্মৃতির উদ্দেশ্যেই ১ লা মে "শ্রমিক দিবস" পালন করা হয়।

মে দিবস কেন এবং ভারতে কবে থেকে পালন করা হয়?
মে দিবস কেন এবং ভারতে কবে থেকে পালন করা হয়? 


আমাদের দেশে ব্রিটিশ পুঁজির অনুপ্রবেশের সঙ্গে সঙ্গে সীমিত শিল্পায়ন শুরু হয়। এই শিল্পায়নের সুবাদে ধীরে ধীরে ভারতেও শিল্প শ্রমিক শ্রেণীর জন্ম হয় এবং শ্রমিক আন্দোলনের উদ্ভব ঘটে। ভারতে ১৯২৩ খ্রিঃ ১ লা মে অন্ধ্রপ্রদেশের বিখ্যাত শ্রমিক ও কমিউনিস্ট নেতা সিঙ্গারাভেলু চেট্টিয়ারের উদ্যোগে "লেবার পার্টি অব হিন্দুস্থান" প্রথম মে দিবস পালন করে। ঐ দিন শ্রমিকরা কাজ না করার শপথ নেয়।

১৯২০ খ্রিঃ ভারতে প্রতিষ্ঠিত হয় বৃহত্তম শ্রমিক সংগঠন "অল ইন্ডিয়া ট্রেড ইন্ডিয়া কংগ্রেস" (AITUC)। AITUC উদ্যোগে ১৯২৭ সাল থেকে ভারতে ১ লা মে "শ্রমিক দিবস" পালন করা হতে থাকে। বিশ্বের প্রায় ৮০ টি দেশে মে দিবস পালন করা হয়। 

প্রতি রবিবার প্রকাশিত হয় নতুন লেখা। *** প্রতি রবিবার প্রকাশিত হয় নতুন লেখা। *** প্রতি রবিবার প্রকাশিত হয় নতুন লেখা। **** প্রতি রবিবার প্রকাশিত হয় নতুন লেখা।
Post a Comment (0)
Previous Post Next Post