মাধ্যমিক ইতিহাসের প্রথম অধ্যায়ের (ইতিহাসের ধারনা) গুরুত্বপূর্ণ সাল গুলিকে এখানে তুলে ধরা হলো। ইতিহাসের প্রচলিত পাঠ্যপুস্তক গুলির সহায়তায় এই তালিকাটি প্রস্তুত করা হয়েছে। ইতিহাস পড়তে গেলে খুব খুঁটিয়ে সাল গুলিকেও তোমাদের মনে রাখতে হয়। গুরুত্বপূর্ণ সাল সংক্রান্ত একাধিক প্রশ্নও বোর্ডের পরীক্ষায় আসে। তাই প্রত্যেকটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ সাল ও গুরুত্বপূর্ণ ঘটনা গুলোর একটি আলাদা সারনী বা চার্ট তোমাদের তৈরি করে নিতে হবে। আজ প্রথম চ্যাপ্টারটির গুরুত্বপূর্ণ সাল ও ঘটনা গুলোর একটি সারনী তৈরি করে দিলাম। পরে বাকি চ্যাপ্টার গুলোর তৈরি করে দেবো।
আশা করছি, আজকের আলোচনাটি থেকে তোমরা কিছুটা হলেও উপকৃত হবে। ইতিহাসের সাল মনে রাখা নিঃসন্দেহে একটি কঠিন, একঘেয়ে ও বিরক্তিকর বিষয়। তাই -
(১.) সাল সংক্রান্ত এই আলোচনাটি বার বার তোমাদের পড়তে হবে।
(২.) বন্ধুদের সাথে সাল গুলো নিয়ে আলোচনা করো।
(৩.) একদিনে সব সাল মনে রাখতে পারবে না। তাই প্রতিদিন ১০/১২ টি করে সাল ও গুরুত্বপূর্ণ ঘটনা গুলিকে মনে রাখার চেষ্টা করো।
লাল কালিতে "**" দেওয়া সাল গুলোকে খুব ভালো করে মনে রাখতে হবে।
- **নতুন সামাজিক ইতিহাস চর্চার সূচনা হয় - ১৯৬০ এর দশকে।
- **ভারতে নিন্মবর্গের ইতিহাসচর্চা শুরু হয়েছিলো - ১৯৮২ খ্রিঃ।
- **রনজিৎ গুহ তাঁর "সাবল্টার্ন স্টাডিজ" গ্রন্থটি প্রকাশ করেন - ১৯৮২ খ্রিঃ।
- দ্যা অ্যানালস পত্রিকা প্রকাশিত হয় - ১৯২৮ খ্রিঃ।
- **"ব্রিটিশ সোসাইটি অব স্পোর্টস হিস্ট্রি" প্রতিষ্ঠিত হয় - ১৯৮২ খ্রিঃ।
- ডাটফোর্টের সারেতে প্রথম ক্রিকেট খেলার সূচনা হয়েছিলো - ১৭০৯ খ্রিঃ।
- "ইন্টারন্যাশনাল ক্রিকেট কনফারেন্স" (ICC) প্রতিষ্ঠিত হয় - ১৯৬৫ খ্রিঃ।
- " ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল" প্রতিষ্ঠিত হয় - ১৯৮৯ খ্রিঃ।
- "ক্যালকাটা ক্রিকেট ক্লাব" প্রতিষ্ঠিত হয় - ১৭৯২ খ্রিঃ।
- ইংল্যান্ডে প্রথম মহিলা ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠিত হয় - ১৮৮৭ খ্রিঃ।
- প্রথম মহিলা ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হয় - ১৯৭৩ খ্রিঃ।
- ইংল্যান্ডে প্রথম রাগবি খেলার সূচনা হয় - ১৮২৩ খ্রিঃ।
- লন্ডনে ফুটবল অ্যাসোসিয়েশন (FA) গঠিত হয় - ১৮৬৩ খ্রিঃ।
- **খেলার ইতিহাস চর্চার সূচনা হয় - ১৯৭০ খ্রিঃ।
- ভারতে খেলা নিয়ে প্রথম গবেষণা ও ইতিহাস চর্চার সূত্রপাত করেন সৌমেন মিত্র - ১৯৮৮ খ্রিঃ।
- **আই এফ এ শিল্ড কাপ অনুষ্ঠিত হয় - ১৯১১ খ্রিঃ।
- **মোহনবাগান ক্লাব ইংরেজ ইস্ট ইয়র্ক ক্লাবকে পরাজিত করে আই এফ এ শিল্ড জেতে - ১৯১১ খ্রিঃ।
- কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত হয় - ১৯১১ খ্রিঃ।
- ভারতে কাবাডির বদলে হকিকে জাতীয় খেলার ঘোষনা করা হয় - ১৯৯৬ খ্রিঃ।
- কলকাতায় স্বপ্লদৈর্ঘ্যের তথ্যচিত্র হীরালাল সেন ও মতিলাল সেন তৈরি করেন - ১৮৯৮ খ্রিঃ।
- **দাদাসাহেব ফালকে রাজা হরিশচন্দ্র সিনেমা তৈরি করেন - ১৯১৩ খ্রিঃ।
- গ্রাহাম বেল টেলিফোন আবিষ্কার করেন - ১৮৭৬ খ্রিঃ।
- **নতুন সামরিক ইতিহাসের চর্চা শুরু হয় - ১৯৭০ এর দশকে।
- আমেরিকাতে প্রথম পরিবেশের ইতিহাস চর্চা শুরু হয় - ১৯৪০ ও ১৯৫০ এর দশকে।
- **বিশ্ব পরিবেশ দিবস বা ইকো ডে প্রথম পালিত হয় - ১৯৭৪ খ্রিঃ ৫ ই জুন।
- **রেচ্যেল কারসন "দ্য সাইলেন্ট স্প্রিং" গ্রন্থটি লেখেন - ১৯৬২ খ্রিঃ।
- মহারাষ্ট্রের নর্মদা বাঁচাও পরিবেশ আন্দোলন হয় - ১৯৮৫ খ্রিঃ।
- কর্নাটকে আপিক্কো পরিবেশ আন্দোলন শুরু হয় - ১৯৭৩ খ্রিঃ।
- উত্তরাখন্ডে "চিপকো আন্দোলন" হয় - ১৯৭৪ খ্রিঃ।
- **আন্তর্জাতিক নারীবর্ষ হলো - ১৯৭৫ খ্রিঃ।
- **আন্তর্জাতিক নারীদশক হলো - ১৯৭৫ থেকে ১৯৮৫ খ্রিঃ পর্যন্ত।
- **আন্তর্জাতিক নারী দিবস হলো - ৮ ই মার্চ।
- *আন্তর্জাতিক পরিবেশ দিবস হলো - ৫ ই জুন।
- নারী ইতিহাস চর্চা মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম শুরু হয় - ১৯৬০ এর দশকে।
- **বিপিনচন্দ্র পালের আত্মজীবনী "সত্তর বৎসর" গ্রন্থাকারে প্রকাশিত হয় - ১৯৫৫ খ্রিঃ।
- **রবীন্দ্রনাথ ঠাকুরের "জীবনস্মৃতি" গ্রন্থাকারে প্রকাশিত হয় - ১৯১২ খ্রিঃ।
- **সরলাদেবী চৌধুরানীর "জীবনের ঝরাপাতা" গ্রন্থাকারে প্রকাশিত হয় - ১৯৭৫ খ্রিঃ।
- **Letter's from a father to his daughter" গ্রন্থাকারে এলাহাবাদের ল জার্নাল প্রেস থেকে প্রকাশিত হয় - ১৯২৯ খ্রিঃ।
- **"দিগদর্শন" ও "সমাচার দর্পন" প্রকাশিত হয় - ১৮১৮ খ্রিঃ।
- **বঙ্গদর্শন প্রকাশিত হয় - ১৮৭২ খ্রিঃ।
- **সোমপ্রকাশ পত্রিকা প্রকাশিত হয় - ১৮৫৮ খ্রিঃ ১৫ ই নভেম্বর।
- **ব্রিটিশ সরকার সোমপ্রকাশ পত্রিকার প্রকাশনা বন্ধ করে দেয় - ১৮৭৮ খ্রিঃ।
- **দ্বিতীয় পর্যায়ে সোমপ্রকাশ প্রকাশিত হয় - ১৮৮৩ খ্রিঃ ৯ই এপ্রিল কলকাতার মির্জাপুর থেকে।
- দ্বারকানাথ ঠাকুর "কল্পদ্রুম" মাসিক পত্রিকা প্রকাশ করেন - ১৮৭৮ খ্রিঃ।
- বানিজ্যিক ভাবে ফোটোগ্রাফের সূচনা হয় - ১৮৩৯ খ্রিঃ।
- ভারতে ফটোগ্রাফির প্রথম ব্যবহার শুরু হয় - ১৮৪০ খ্রিঃ।
- রঙিন ফটোগ্রাফির সূচনা হয় - ১৮৬১ খ্রিঃ।
- ফটোগ্রাফিতে ডিজিট্যাল প্রযুক্তির ব্যবহার শুরু হয় - ১৯৫৭ খ্রিঃ।
- **ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বা সংবাদপত্র নিয়ন্ত্রন আইন জারি হয় - ১৮৭৮ খ্রিঃ।
- গ্রিসে প্রথম অলিম্পিক খেলার সূচনা হয় - ৭৭৬ খ্রিঃ পূর্বাব্দে।
- অগাস্ট লুমিয়ের ও লুই লুমিয়ের ফ্রান্সে প্রথম চলচ্চিত্র শিল্পের সূচনা ঘটান - ১৮৯৫ খ্রিঃ।
- **সত্যজিৎ রায় পরিচালিত পথের পাঁচালি চলচ্চিত্র মুক্তি পায় - ১৯৫৫ খ্রিঃ।
- সুয়েজ খাল খনন করা হয় - ১৮৬৯ খ্রিঃ।
- লর্ড ডালহৌসির আমলে ভারতে রেল যোগাযোগের সূচনা হয় - ১৮৫৩ খ্রিঃ।
- **বাংলায় বঙ্গদর্শনের যুগ বলা হয় - ১৮৭০ এর দশককে।
- "Geological Survey of India" প্রতিষ্ঠিত হয় - ১৮৫১ খ্রিঃ।
- **"কলকাতা মেডিক্যাল কলেজ" প্রতিষ্ঠিত হয় - ১৮৩৫ খ্রিঃ ।
- **"ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভিশন অব সায়েন্স " বা ভারতবর্ষীয় বিজ্ঞানসভা প্রতিষ্ঠিত হয় - ১৮৭৬ খ্রিঃ।
- **বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠিত হয় - ১৯১৭ খ্রিঃ।
- **ইন্টারনেট বা World wide web ব্যবস্থা শুরু হয় - ১৯৮৯ খ্রিঃ।
- ইংল্যান্ডে ট্রামের সূচনা হয় - ১৮০৭ খ্রিঃ।
- **কলকাতায় ঘোড়ায় টানা ট্রামের সূচনা হয় - ১৮৭৩ খ্রিঃ।
- বৈদ্যুতিক ট্রামযাত্রার সূচনা হয় - ১৯০২ খ্রিঃ।
- ভারতে লর্ড ডাফরিনের আমলে গোয়েন্দা বিভাগ প্রতিষ্ঠিত হয় - ১৮৮৭ খ্রিঃ।
- সরলাদেবী চৌধুরানী "ভারত স্ত্রী মহামন্ডল" প্রতিষ্ঠা করেন - ১৯১১ খ্রিঃ।
- রাইট ব্রাদার্স এরোপ্লেন আবিষ্কার করেন - ১৯০৩ খ্রিঃ।
- ইংল্যান্ডে প্রথম বাষ্পচালিত রেল ইঞ্জিন চলে - ১৮২৫ খ্রিঃ।