ফরাসি বিপ্লবের ঘটনাবলীর সংক্ষিপ্ত রূপ :-
(১.) ফ্রান্সের বুরবোঁ রাজবংশের রাজা ষোড়শ লুই ফ্রান্সের সিংহাসনে বসার অল্প কিছু দিনের মধ্যেই তীব্র আর্থিক সংকটের সম্মুখীন হন।
(২.) এমতাবস্থায় তিনি পর পর চার জন অর্থমন্ত্রী নিযুক্ত করেন। চারজন অর্থমন্ত্রীই লুইকে অভিজাতদের ওপরে কর বসানোর পরামর্শ দেন।
(৩.) লুই অভিজাতদের ওপরে বলপূর্বক কর বসাতে চাইলে অভিজাতরা বিদ্রোহ করে বলে কর বসানোর কোন অধিকার রাজার নেই। তা আছে একমাত্র স্টেটস জেনারেলের।
(৪.) অভিজাতদের পরামর্শে ১৭৮৯ খ্রিঃ ৫ ই মে লুই স্টেটস জেনারেলের অধিবেশন ডাকলে তৃতীয় সম্প্রদায় মাথা পিছু ভোট ও যৌথ অধিবেশনের দাবি উত্থাপন করেন।
(৫.) কিছুদিন টালবাহানার পর লুই তৃতীয় সম্প্রদায়ের দাবি মেনে নিলে বুর্জোয়া বিপ্লব সফল হয়। এতে উৎসাহিত হয়ে নিন্মবর্গীয় জনতা ও সাধারন মানুষ প্যারিসের বাস্তিল দুর্গের পতন ঘটায় এবং গ্রামের কৃষকরা গ্রামীন অভিজাত ও সামন্তপ্রভুদের আক্রমণ করে।
(৬.) ইতিমধ্যে ১৭৮৯ খ্রিঃ ৯ ই জুলাই তৃতীয় সম্প্রদায় ফ্রান্সের জন্য একটি নতুন সংবিধান রচনার কাজ শুরু করে। সংবিধান সভা ফরাসি নাগরিকদের অধিকার সুরক্ষিত রাখার জন্য ব্যক্তি ও নাগরিকদের অধিকারের ঘোষনাপত্র প্রচার করে এবং কৃষকদের ক্ষোভ প্রশমনের জন্য সামন্ততন্ত্রের অবসানের ঘোষনা করে।
(৭.) ১৭৯১ খ্রিঃ ফ্রান্সে প্রথম লিখিত সংবিধান প্রবর্তিত হয়। এই সংবিধানে ফ্রান্সের স্বৈরাচারী রাজতন্ত্রকে নিয়মতান্ত্রিক রাজতন্ত্রে পরিনত করা হয়।
(৮.) এইসময় রাজা বিদেশী রাষ্ট্রের সঙ্গে ষড়যন্ত্র করে গোপনে ফ্রান্স ত্যাগ করার চেষ্টা করে ভেরেন্নে নামক গ্রামে ধরা পড়ে যান। রাজাকে এরপর বিচারাধীন বন্দি করে রাখা হয়।
(৯.) রাজাকে বন্দি করায় ১৭৯১ খ্রিঃ সংবিধান অকার্যকরী হয়ে পড়ে। ১৭৯২ খ্রিঃ ফ্রান্সে নতুন আইনসভা গঠন করা হয়, যার নাম ছিলো ন্যাশনাল কনভেনশন। আইনসভার জেকোবিন দলের হাতে ধীরে ধীরে ফ্রান্সের রাশ চলে যেতে শুরু করে।
(১০.) জেকোবিন দল ১৭৯৩ খ্রিঃ ষোড়শ লুই কে মৃত্যুদন্ড দেয়। রাজার মৃত্যুর পর ফ্রান্সে অরাজকতা ও বৈদেশিক আক্রমণ দেখা দিলে জেকোবিন দলের বোবসপিয়ার পরিস্থিতি মোকাবিলার জন্য সন্ত্রাসের শাসন শুরু করেন।
(১১.) সন্ত্রাসের শাসন বাড়াবাড়ি পর্যায়ে চলে গেলে ন্যাশনাল কনভেনশনের বুর্জোয়া সদস্যরা ১৭৯৪ খ্রিঃ ২৭ জুলাই রোবসপিয়ার ও পরে তার অনুগামীদের হত্যা করে।
(১২.) ১৭৯৫ খ্রিঃ ফ্রান্সে নতুন আরেকটি সংবিধান রচিত হয়, যাকে তৃতীয় বর্ষের সংবিধান বলা হয়। এই সংবিধান অনুযায়ী আইন সভার সদস্যদের ডাইরেক্টর বলা হতো। আইন সভার ৫ জন ডাইরেক্টরকে নিয়ে একটি শাসন পরিষদ গঠিত হয়। একে বলা হয় ডাইরেক্টরির শাসন।
(১৩.) ১৭৯৫ থেকে ১৭৯৯ খ্রিঃ পর্যন্ত ফ্রান্সে চলেছিলো ডাইরেক্টরি শাসন। ডাইরেক্টরি শাসকদের অযোগ্যতা ফ্রান্সে বিশৃঙ্খলা দেখা যায়।
(১৪.) এমতাবস্থায়, সেনাপতি নেপোলিয়ন আইন সভা ঘেরাও করেন এবং ডাইরেক্টরি শাসনকে উচ্ছেদ করে ক্ষমতা দখল করেন।
ফরাসি বিপ্লবের গুরুত্বপূর্ণ সাল
সাল | ঘটনা |
---|---|
১৭৭৪ খ্রিঃ | ষোড়শ লুই ফ্রান্সের সিংহাসনে বসেন। তার সিংহাসনে বসার অল্প দিনের মধ্যেই ফ্রান্স তীব্র আর্থিক সংকটের সম্মুখীন হয়। । |
১৭৮৮ খ্রিঃ | ষোড়শ লুই অভিজাতদের ওপর কর বসালে অভিজাতরা বিদ্রোহ শুরু করে। |
১৭৮৮ খ্রিঃ ৭ ই জুন | টালির দিন |
১৭৮৯ খ্রিঃ জানুয়ারি মাস | ১.স্টেটস জেনারেলের নির্বাচন অনুষ্ঠিত হয়। ২. অ্যাবেসিয়াসের লেখা "white is third estate" গ্রন্থ প্রকাশ |
১৭৮৯ খ্রিঃ ৫ ই মে | স্টেটস জেনারেলের অধিবেশন বসে। |
১৭৮৯ খ্রিঃ ১৭ জুন | তৃতীয় সম্প্রদায় স্টেটস জেনারেলে নিজেদের কক্ষকে জাতীয় সভা বলে ঘোষনা করেন। |
১৭৮৯ খ্রিঃ ২০ জুন | তৃতীয় সম্প্রদায় টেনিস কোর্টের শপথ নেয়। |
১৭৮৯ খ্রিঃ ২৭ জুন | স্টেটস জেনারেলে তৃতীয় সম্প্রদায়ের যৌথ অধিবেশন ও মাথা পিছু ভোটের দাবি ষোড়শ লুই মেনে নেন। এর ফলে বুর্জোয়া বিপ্লব সফল হয়। |
১৭৮৯ খ্রিঃ ৯ জুলাই | জাতীয় সভা সংবিধান সভায় রূপান্তরিত হয়। |
১৭৮৯ খ্রিঃ ১৪ জুলাই | বাস্তিল দুর্গের পতন ঘটে। |
১৭৮৯ খ্রিঃ ৪ আগস্ট | ফ্রান্সে সামন্ত প্রথার অবসান ঘটে। |
১৭৮৯ খ্রিঃ ২৬ আগস্ট | ব্যক্তি ও নাগরিকদের অধিকারের ঘোষনাপত্র প্রচার। |
১৭৮৯ খ্রিঃ ৫ ই অক্টোবর | রাজতন্ত্রের শবযাত্রা |
১৭৯০ খ্রিঃ | সংবিধান সভা কর্তৃক অ্যাসাইনেট নামক মুদ্রা প্রচলন |
১৭৯১ খ্রিঃ | ফ্রান্সের প্রথম লিখিত সংবিধান প্রবর্তন। সিভিল কনস্টিটিউশন অব দ্য ক্লার্জি বা ধর্মযাজকদের সংবিধান প্রবর্তন। |
১৭৯১ খ্রিঃ ২১ জুন | ষোড়শ লুই ফ্রান্স থেকে অষ্ট্রিয়া পলায়ন করতে গিয়ে ভেরেন্নে নামক গ্রামে ধরা পড়ে যান। |
১৭৯১ খ্রিঃ ৬ ই জুলাই | পাদুয়ার ঘোষনাপত্র প্রচার। অষ্ট্রিয়ার সম্রাট লিওপোল্ড এই ঘোষনা পত্রের মাধ্যমে ইওরোপের সব রাজাদের ফ্রান্সের রাজতন্ত্র রক্ষার জন্য সাহায্যের অনুরোধ করেন। |
১৭৯২ খ্রিঃ | ১.দ্বিতীয় ফরাসি বিপ্লব। ২. সেপ্টেম্বর হত্যাকাণ্ড। ৩. ন্যাশনাল কনভেনশন নামে নতুন আইন সভা গঠন। ৪. ব্রান্সউইক ঘোষনাপত্র প্রচার। |
১৭৯৩ খ্রিঃ | ১.ফ্রান্সের বিরুদ্ধে প্রথম শক্তি জোট গঠন। ২. ষোড়শ লুইয়ের মৃত্যুদন্ড। ৩. সন্ত্রাসের শাসন |
১৭৯৩ খ্রিঃ ২ রা জুন - ১৭৯৪ খ্রিঃ ২৭ জুলাই | সন্ত্রাসের শাসন |
১৭৯৪ খ্রিঃ ২৭ জুলাই | রোবসপিয়ার হত্যা |
১৭৯৪ খ্রিঃ ২৭ জুলাই - ১৭৯৫ খ্রিঃ | থার্মিডোরিয় প্রতিক্রিয়া। |
১৭৯৫ খ্রিঃ | ১.তৃতীয় বর্ষের সংবিধান প্রবর্তন। ২. ডাইরেক্টরি শাসনের সূচনা |
১৭৯৫ খ্রিঃ - ১৭৯৯ | ডাইরেক্টরি শাসনকাল |
১৭৯৯ খ্রিঃ | নেপোলিয়ন কর্তৃক ডাইরেক্টরি শাসন উচ্ছেদ ও ক্ষমতা দখল। |