জাদুঘরের প্রকারভেদ

 সংরক্ষিত বিষয়বস্তুর ভিত্তিতে জাদুঘরকে বিভিন্ন ভাগে বিভক্ত করা যায়। সংক্ষেপে বিভিন্ন ধরনের জাদুঘরের পরিচয় নীচে তুলে ধরা হলো -

জাদুঘরের প্রকারভেদ
ভারতের একটি মিউজিয়ামের খন্ড চিত্র 


(১.) বিশ্বকোষ জাদুঘর

বিশ্বকোষ জাদুঘর বলতে বিভিন্ন দেশের জাতীয় জাদুঘর বোঝায়। এখানে শিল্পকলা,প্রত্নতত্ত্ব, বিজ্ঞান প্রায় সব ধরনের নিদর্শনই সংরক্ষণ করে রাখা হয়

এই ধরনের মিউজিয়ামের উদাহরণ হলো - 

  • ইংল্যান্ডের ব্রিটিশ মিউজিয়াম

(২.) বিজ্ঞান জাদুঘর

বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে বিস্ময়কর আবিষ্কার গুলি বিজ্ঞান জাদুঘরে সংরক্ষিত হয় এবং প্রদর্শিত হয়।

এই ধরনের জাদুঘরের উদাহরণ হলো -

  • শিকাগোর "মিউজিয়াম অব সায়েন্স অ্যান্ড ইন্ডাস্ট্রি"
  • কলকাতার বিড়লা টেকনোলজিক্যাল মিউজিয়াম

(৩.) ব্যক্তিগত জাদুঘর

বিভিন্ন ধনী বা অভিজাত ব্যক্তি ব্যক্তিগত উদ্যোগে নিজের বাড়িতে যে সংগ্রহশালা তৈরি করেন, তাকেই সাধারণত ব্যক্তিগত জাদুঘর বলা হয়।

এই ধরনের জাদুঘরের উদাহরণ হিসাবে বলা যায় -
  • পঞ্চদশ - ষোড়শ শতকে ইতালিতে অনেক অভিজাত ব্যক্তি নিজস্ব উদ্যোগে ব্যক্তিগত জাদুঘর গড়ে তুলেছিলেন। এছাড়াও
  • নদীয়া জেলার কৃষ্ণনগরে মোহিত রায়ের নিজস্ব জাদুঘর ব্যক্তিগত জাদুঘরের উদাহরন।

(৪.) বিশেষ জাদুঘর

বিশেষ বা স্বতন্ত্র কোন বিষয়কে অবলম্বন করে এই ধরনের জাদুঘর গড়ে তোলা হয়।

এই ধরনের জাদুঘরের উদাহরণ হিসাবে -
  • সুরকারদের জীবনী ও কর্মের ওপর আধারিত জাদুঘর, 
  • খ্যাতনামা ব্যক্তিদের মূর্তি সংক্রান্ত জাদুঘরের কথা বলা যায়। 

(৫.) শিশু জাদুঘর 

সম্পূর্ণ শিশুদের কথা মাথায় রেখে এই ধরনের জাদুঘর গড়ে তোলা হয়। বিশেষ প্রকল্প ও বিশেষ প্রদর্শনের মাধ্যমে অপ্রথাগত ভাবে শিশুদের শিক্ষার জন্য এই জাদুঘর গড়ে তোলা হয়। 

(৬.) শিল্প জাদুঘর 

মানুষের তৈরি বিভিন্ন ধরনের শিল্পকলা যেমন - মৃৎশিল্প, আসবাবপত্র, ভাষ্কর্য, চিত্রকলা, গহনা, নকশা ইত্যাদি এই জাদুঘরে সংরক্ষণ করা হয়। 

এই ধরনের জাদুঘরের উদাহরণ হলো - 
  • অক্সফোর্ড ইউনিভার্সিটির অ্যাসমোলিয়ান জাদুঘর। 

(৭.) সামরিক জাদুঘর 

সামরিক অস্ত্রশস্ত্র, সেনাদের সাজপোশাক, রনকৌশলের নানা দিক এবং যুদ্ধের সময় মানুষের জীবনযাত্রার ধরন প্রভৃতি বিষয়কে কেন্দ্র করে সামরিক জাদুঘর গড়ে তোলা হয়। 

এই ধরনের জাদুঘরের উদাহরন হলো - 
  • কানাডিয়ান ওয়ার মিউজিয়াম। 

(৮.) সমুদ্র জাদুঘর 

প্রাচীনকালে সমুদ্রের সঙ্গে সমাজের সম্পর্ক কেমন ছিলো, তা এই জাদুঘরের মাধ্যমে তুলে ধরা হয়। এই জাদুঘরে প্রাচীন জাহাজের ধ্বংসাবশেষ ও জলযানের নানা মডেলের বিবর্তনকে তুলে ধরা হয়। 

এই ধরনের জাদুঘরের উদাহরণ হলো - 
  • সান ফ্রান্সিকো মেরিটাইম মিউজিয়াম। 

(৯.) প্রত্নতাত্ত্বিক জাদুঘর 

এই জাদুঘরে মূলত প্রত্নতাত্ত্বিক নানা নিদর্শন সমূহ সংরক্ষণ করা হয়। প্রত্নতাত্ত্বিক জাদুঘর দুই ধরনের হয়ে থাকে। যেমন - 
  1. খোলা আকাশের নীচে উন্মুক্ত জাদুঘর - সাধারনত ঐতিহাসিক কোন প্রত্নতাত্ত্বিক নিদর্শন ক্ষেত্রকে নিয়ে এই ধরনের জাদুঘর গড়ে তোলা হয়। 
  2. গৃহ জাদুঘর - সাধারণত নির্দিষ্ট একটি ভবনে প্রত্নতাত্ত্বিক নিদর্শন সমূহ সংরক্ষণ করে গৃহ জাদুঘর গড়ে তোলা হয়। 
প্রত্নতাত্ত্বিক জাদুঘরের একটি উদাহরণ হলো - ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ান মিউজিয়াম।

(১০.) প্রাকৃতিক ইতিহাস জাদুঘর 

প্রকৃতির জগতে দুর্লভ প্রানী ও তার জীবাস্ম নিয়ে এই ধরনের জাদুঘর গুলি গড়ে তোলা হয়। 

এই ধরনের জাদুঘরের উদাহরণ হলো - 
  • লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম। 

(১১.) জীবনী জাদুঘর 

কোন বিখ্যাত ব্যক্তির জীবনকালের ব্যবহার করা গুরুত্বপূর্ণ নিদর্শন গুলি নিয়ে এই ধরনের মিউজিয়াম গড়ে তোলা হয়। 

(১২.) জীবন্ত জাদুঘর 

এই জাদুঘরে প্রাচীন সংস্কৃতি, প্রাকৃতিক পরিবেশ, এবং ঐতিহাসিক বিভিন্ন সময়কালের ঘটনা সমূহকে মডেলের সাহায্যে কৃত্রিম ভাবে সৃষ্টি করে দেখানো হয়। 

এই ধরনের জাদুঘরের উদাহরণ হলো - 
  • সুইডেনের স্কানসেন মিউজিয়াম। 
  • ব্রিটেনের কলোনিয়াল উইলিয়ামবার্গ। 

(১৩.) স্থানীয় জাদুঘর 

স্থানীয় বা আঞ্চলিক এলাকায় ঐ অঞ্চল থেকে প্রাপ্ত নিদর্শন গুলি নিয়ে স্থানীয় জাদুঘর গড়ে ওঠে। আকার আয়তনে এগুলি ছোট হলেও স্থানীয় ইতিহাস চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। 

আমেরিকার ক্যালিফোর্নিয়ার ফ্রিমন্ট শহরে এধরনের অনেক জাদুঘর আছে। 

(১৪.) ক্ষনস্থায়ী জাদুঘর 

স্থায়ী জাদুঘরকে বা তার নিদর্শন গুলিকে কিছু সময়ের জন্য অন্য কোন স্থানে প্রদর্শন করা হলে, তাকেই সাধারণত ক্ষনস্থায়ী জাদুঘর বলা হয়। 

মিচিগানের মিউজিয়াম অব নিউ আর্ট এই ধরনের জাদুঘরের উদাহরণ। 

(১৫.) চলমান জাদুঘর 

যখন কোন চলমান যানের মাধ্যমে ঘুরে ঘুরে কোন স্মরণীয় ব্যক্তির বা অন্য কোন ঐতিহাসিক নিদর্শন সমূহকে দর্শকদের সামনে প্রদর্শন করা হয়, তখন তাকেই চলমান জাদুঘর বলা হয়। 

২০১১ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধ শতবর্ষ উপলক্ষে ভারতীয় রেলের ভ্রাম্যমান জাদুঘর চলমান জাদুঘরের উদাহরণ। 

(১৬.) ঐতিহাসিক গৃহ জাদুঘর 

বিখ্যাত কোন ব্যক্তির বাড়ি বা তার স্মৃতি বিজড়িত কোন বাড়িকে কেন্দ্র করে এই ধরনের জাদুঘর গড়ে ওঠে। 

এই ধরনের জাদুঘরের উদাহরণ হলো - 
  • মুর্শিদাবাদের হাজারদুয়ারি মিউজিয়াম। 
  • এছাড়া, ভগিনী নিবেদিতা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ব্যবহৃত বাড়িকে অবলম্বন করে আমাদের দেশে এই ধরনের জাদুঘর গড়ে তোলা হয়েছে। 

(১৭.) নেট জাদুঘর 

সাম্প্রতিক কালে বিভিন্ন জাদুঘর বা কোন সংস্থা তাদের ঐতিহাসিক নিদর্শন গুলি তাদের নিজস্ব ওয়েবসাইটে ছবি তুলে প্রদর্শন করছেন। এই ধরনের জাদুঘরকেই সাধারণত নেট জাদুঘর বলা হয়। 

(১৮.) জৈব পার্ক ও বৃক্ষের বাগান

জৈব পার্ক অর্থাৎ চিড়িয়াখানা ও বৃক্ষের বাগানও এক ধরনের জাদুঘর বলে বিবেচিত হয়। 

এই ধরনের জাদুঘরের উদাহরণ হিসাবে - কলকাতা চিড়িয়াখানা ও শিকাগো বোটানিক্যাল গার্ডেনের কথা বলা যায়। 

উপসংহার 

সবশেষে বলা যায়, উপরে উল্লেখিত জাদুঘর গুলির বাইরেও আরোও নানা ধরনের জাদুঘর বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সীমাবদ্ধ সামর্থ্যের জন্য সেই সব জাদুঘরের সামান্য কিছুই আমরা তুলে ধরতে সক্ষম হয়েছি। আমাদের আলোচনা কিছুটা অসম্পূর্ণ হলেও, মোটামুটি এই আলোচনা থেকে অনায়াসে জাদুঘরের শ্রেনীবিভাগ এবং তার ব্যপ্তির দিকটি সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা করে নেওয়া যায়। 



জাদুঘরের প্রকারভেদ গুলি মনে রাখার সহজ সূত্র 


ব দিয়ে - 

  1. বিশ্বকোষ জাদুঘর, 
  2. বিজ্ঞান জাদুঘর, 
  3. ব্যক্তিগত জাদুঘর, 
  4. বিশেষ জাদুঘর। 

শ/স  দিয়ে - 

  1. শিশু জাদুঘর, 
  2. শিল্প জাদুঘর, 
  3. সামরিক জাদুঘর, 
  4. সমুদ্র জাদুঘর। 

প  দিয়ে - 

  1. প্রত্নতাত্ত্বিক জাদুঘর, 
  2. প্রাকৃতিক ইতিহাস জাদুঘর। 

জ দিয়ে  - 

  1. জীবনী জাদুঘর, 
  2. জীবন্ত জাদুঘর। 

চার (৪) - 

  1. স্থানীয় জাদুঘর, 
  2. ক্ষনস্থায়ী জাদুঘর, 
  3. চলমান জাদুঘর। 

পাঁচ (৫) - 

  1. ঐতিহাসিক গৃহ জাদুঘর, 
  2. নেট জাদুঘর, 
  3. জৈব পার্ক ও বৃক্ষের বাগান। 

Post a Comment (0)
Previous Post Next Post