প্রিয় বন্ধুরা,
HISTORY CLASS ROOM এর পক্ষ থেকে শুরুতেই তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের পড়াশোনার সাহায্য করবার জন্যই আমরা মাধ্যমিক মক টেস্ট নামক নতুন বিভাগটি শুরু করছি।
মাধ্যমিক মক টেস্ট - ০১ |
এখানে তোমাদের জন্য থাকছে ৩০ নম্বরের পরীক্ষা। প্রতিটি প্রশ্নই MCQ ধাঁচের। তোমরা যতবার খুশি এখানে পরীক্ষা দিতে পারো এবং তোমাদের প্রাপ্ত নম্বর দেখে নিতে পারো। তোমাদের প্রশ্নের উত্তর যদি সঠিক হয়, তাহলে উত্তরের রঙ সবুজ হয়ে যাবে। ভুল উত্তর দিলে তার রঙ লাল দেখাবে। ৩০ টি প্রশ্নের উত্তর দেওয়ার পর, একেবারে শেষে তোমরা তোমাদের স্কোর জেনে নিতে পারবে।
আশা করি, আমাদের এই ক্ষুদ্র প্রয়াস কিছুটা হলেও, তোমাদের পড়াশোনাকে আনন্দদায়ক করে তুলবে। তোমরা চাইলে এটাকে নিয়ে বন্ধুদের মধ্যে খেলার ছলেও পরীক্ষা দিতে পারো। আর হ্যাঁ, ইতিহাসের এই মক টেস্ট তোমাদের কেমন লাগছে তা জানাতে ভুলো না কিন্তু । তোমাদের সুচিন্তিত মতামত ও চাহিদার বিষয়টিকে গুরুত্ব দিয়েই আমরা এই বিভাগটি এগিয়ে নিয়ে যাবো।
আজকের মক টেস্টের বিষয়
চলো তাহলে আজকের মক টেস্টের সিলেবাস জেনে নি। আজ আমরা তোমাদের প্রথম অধ্যায় - "ইতিহাসের ধারনা" চ্যাপ্টারের ১ নং মক টেস্ট শুরু করছি।
আজকের পরীক্ষার বিষয় -
- সামাজিক ইতিহাস,
- খেলার ইতিহাস,
- খাদ্যাভ্যাসের ইতিহাস,
- শিল্পচর্চার ইতিহাস,