আজকে ইতিহাস GK তে আমরা ভারতের "গর্ভনর" , "গভর্নর জেনারেল" এবং "ভাইসরয়" সম্পর্কে আলোচনা করবো। প্রথমেই বলে রাখি, ইন্টারনেটে আজকের আলোচ্য বিষয়টি সম্পর্কে প্রচুর লেখাপত্র আছে। কিন্তু তা সত্ত্বেও এই বিষয়টি নিয়ে পুনরায় লেখালেখি শুরু করবার মূল কারন ৩ টি -
- এখনও পর্যন্ত ইন্টারনেটে গর্ভনর, গভর্নর জেনারেল ও ভাইসরয় সম্পর্কিত যাবতীয় লেখাপত্র গুলির সবগুলিই মূলত তথ্যমূলক।
- ধারনা সংক্রান্ত কোন পরিস্কার আলোচনা এখনও পর্যন্ত আমাদের নজরে আসেনি।
- প্রথাগত ভাবে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ছাড়াও বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভারতের গভর্নর, গভর্নর জেনারেল ও ভাইসরয় সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে দেখা যায়।
এই কারনে আমাদের মনে হয়েছে, ভারতের গভর্নর, গভর্নর জেনারেল এবং ভাইসরয় সংক্রান্ত একটি পৃথক আলোচনার সম্ভার থাকলে, সকলেই উপকৃত হবেন। এই প্রয়োজনীয়তার কথা ভেবেই আজকের আলোচনাটি নিয়ে আসা। আশা করি, আজকের আলোচনাটি থেকে পাঠকরা সমৃদ্ধ হবেন।
গভর্নর, গভর্নর জেনারেল ও ভাইসরয় |
সর্বোচ্চ প্রশাসনিক পদ/ উপাধি
প্রথমেই বলে রাখি, "গভর্নর" , "গভর্নর জেনারেল" এবং "ভাইসরয়" এই ৩ টি ছিলো ভারতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ব্রিটিশ প্রশাসনের সর্বোচ্চ প্রশাসনিক পদ বা উপাধি।
ভারতকে ইংরেজরা প্রায় ২০০ বছর ধরে শাসন করেছিলো। এর মধ্যে প্রথম ১০০ বছর ভারতবর্ষ ছিলো ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধিনে। মোটামুটি ভাবে ১৭৫৭ থেকে ১৮৫৭ পর্যন্ত ছিলো ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আধিপত্যের কাল। এই সময়কালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সর্বোচ্চ প্রশাসনিক পদটি "গর্ভনর" বা "গভর্নর জেনারেল" নামে পরিচিত ছিলো।
১৮৫৭ খ্রিঃ মহাবিদ্রোহের পর ইংল্যান্ড ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ভারতীয় সাম্রাজ্যের অধিকার নিজের হাতে তুলে নেয়। ১৮৫৮ খ্রিঃ ভারত শাসন আইন অনুযায়ী ঠিক হয়ে যায়, ভারতবর্ষ এখন থেকে কোম্পানির বদলে "ব্রিটেনের অধিনস্ত একটি দেশ" হিসাবে পরিচিতি লাভ করবে। ১৮৫৮ খ্রিঃ তাই ভারতে ব্রিটিশ প্রশাসনের সর্বোচ্চ পদ হিসাবে "ভাইসরয়" পদটি সৃষ্টি করা হয়।
বলা হয়, ভাইসরয় ভারতে ইংল্যান্ডের রাজা বা রানীর প্রতিনিধি হিসাবে সর্বোচ্চ পদে থেকে ভারত শাসন করবেন।
১৮৫৮ থেকে ১৮৪৭ পর্যন্ত যতদিন ভারতবর্ষ ব্রিটিশ সরকারের অধিন ছিলো, ততদিন" ভাইসরয়" পদটির অস্তিত্ব ছিলো।
গর্ভনর পদ/উপাধি
ভারতে প্রথম দিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসা বাণিজ্য করতে এসেছিলো। এই সময় ব্যবসা বানিজ্য সুষ্ঠু ভাবে পরিচালিত করবার জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি -" কোম্পানি প্রশাসনের" সর্বোচ্চ প্রশাসনিক পদ "গর্ভনর" পদটি সৃষ্টি করেছিলো।
শুরুর দিকে ভারতে ইংরেজদের ৩ টি প্রেসিডেন্সি অঞ্চল ছিলো - কোলকাতা, বোম্বাই ও মাদ্রাজ। এই ৩ টি প্রেসিডেন্সি অঞ্চলেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন করে মোট ৩ জন গর্ভনর ছিলেন।
বাংলার প্রথম ও শেষ গভর্নরের নাম
- বাংলার প্রথম গভর্নর ছিলেন - লর্ড ক্লাইভ।
- বাংলার শেষ গভর্নর ছিলেন - ওয়ারেন হেস্টিংস।
"বাংলার গর্ভনর জেনারেল" পদ সৃষ্টি
কোলকাতা, বোম্বাই ও মাদ্রাজ প্রেসিডেন্সি অঞ্চলে তিনজন গভর্নর থাকায়, ভারতে কোম্পানির প্রশাসন পরিচালনায় যাতে কোন সমস্যার সৃষ্টি না হয়, সেই জন্য ১৭৭৩ খ্রিঃ "রেগুলেটিং আইন" তৈরি করা হয়।
- এই আইন অনুযায়ী বাংলা, বোম্বাই ও মাদ্রাজ প্রেসিডেন্সি নিয়ে কোম্পানির একটি কেন্দ্রীয় সরকার গঠন করা হয়।
- বাংলা প্রেসিডেন্সির গভর্নরকে এই কেন্দ্রীয় সরকারের প্রধান হিসাবে ঘোষনা করা হয়, এবং তাকে "বাংলার গভর্নর জেনারেলের" উপাধি দেওয়া হয়।
- অর্থাৎ বাংলার গভর্নর জেনারেল পদটি ১৭৭৩ খ্রিঃ রেগুলেটিং আইন অনুযায়ী সৃষ্টি করা হয়।
বাংলার প্রথম ও শেষ গভর্নর জেনারেলের নাম
- বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন - ওয়ারেন হেস্টিংস।
- বাংলার শেষ গভর্নর জেনারেল ছিলেন - লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক।
" ভারতের গভর্নর জেনারেল" পদ সৃষ্টি
ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে বাংলার বাইরে ভারতের বিস্তীর্ণ এলাকায় কোম্পানির আধিপত্যের প্রসার ঘটলে, বাংলার গভর্নর জেনারেলকে "ভারতের গভর্নর জেনারেলে" পরিনত করা হয়। এই উদ্দেশ্য পূরনের জন্য ব্রিটিশ পার্লামেন্টে ১৮৩৩ খ্রিঃ চার্টার বা সনদ আইন পাশ করা হয়।
১৮৩৩ খ্রিঃ চার্টার আইন অনুযায়ী ঠিক হয় বাংলার গভর্নর জেনারেল এখন থেকে সারা ভারতের ওপর আধিপত্য স্থাপন করতে পারবেন এবং আইন তৈরিও করতে পারবেন। এখন থেকে তার নতুন উপাধি হবে - "ভারতের গভর্নর জেনারেল"।
ভারতের প্রথম ও শেষ গভর্নর জেনারেল
- ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন - লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক।
- ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন - লর্ড ক্যানিং।
বাংলার গভর্নর জেনারেলের সঙ্গে ভারতের গভর্নর জেনারেলের পার্থক্য কি ছিলো?
- বাংলার গর্ভনর জেনারেলের ক্ষমতা ও নিয়ন্ত্রণের এলাকা ছিলো সীমাবদ্ধ। বাংলার গভর্নর জেনারেল শুধুমাত্র বাংলা, বোম্বাই ও মাদ্রাজ প্রেসিডেন্সি নিয়ে গড়ে ওঠা কেন্দ্রীয় সরকারে প্রধান ছিলেন। এছাড়া, বাংলা ছাড়া অন্য দুই প্রেসিডেন্সির জন্য তিনি আইনও তৈরি করতে পারতেন না।
- কিন্তু ভারতের গভর্নর জেনারেল সমগ্র ভারতীয় অঞ্চল গুলির প্রধান হিসাবে স্বীকৃতি লাভ করেন।এছাড়া, সমগ্র ভারতের ওপর তিনি আইন ও নির্দেশিকা জারির অধিকার লাভ করেন।
অর্থাৎ ক্ষমতা ও নিয়ন্ত্রণ দুটি দিক থেকেই বাংলার গভর্নর জেনারেল থেকে ভারতের গভর্নর জেনারেল পদটির ব্যপকতা ছিলো অনেক বেশি।
ভাইসরয় পদ
১৮৫৭ খ্রিঃ সিপাহী বিদ্রোহের পরের বছর ১৮৫৮ খ্রিঃ ভারত শাসন আইন অনুযায়ী ভারতে কোম্পানির শাসনের অবসান ঘটে এবং ভারত সরাসরি ব্রিটেনের সাম্রাজ্যভুক্ত হয়ে পড়ে। এর ফলে ভারতীয় প্রশাসনের সর্বোচ্চ পদের নামের বদল ঘটে। গভর্নর জেনারেলের জায়গায় "ভাইসরয়" পদটি সৃষ্টি হয়।
গভর্নর জেনারেলের সঙ্গে ভাইসরয়ের পার্থক্য
গভর্নর জেনারেল পদটির সঙ্গে ভাইসরয় পদটির মূল পার্থক্য ছিলো ২ টি। যথা -
- গভর্নর জেনারেল ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন কর্মচারী হিসাবে গন্য হতেন। কিন্তু ভাইসরয় গভর্নর জেনারেলের মতো কোন কর্মচারী ছিলেন না। তিনি ছিলেন ব্রিটিশ রাজের প্রতিনিধি।
- গভর্নর জেনারেল ভারত সম্পর্কে যাবতীয় রিপোর্ট পাঠাতেন ইংল্যান্ডে অবস্থিত কোম্পানির পরিচালক সভা "বোর্ড অব ডিরেক্টরের" কাছে। কিন্তু ভাইসরয় ভারত সম্পর্কে যাবতীয় রিপোর্ট পাঠাতেন "সেক্রেটারি অব স্টেটস" কে। ইনি ব্রিটিশ পার্লামেন্টের একজন সদস্য ছিলেন। ইংল্যান্ডের রাজা বা রানীর প্রতিনিধি হিসাবে তিনি ভারতীয় সাম্রাজ্য দেখাশোনা করতেন।
আরোও সহজ ভাষায় বললে, "গভর্নর জেনারেল" পদটি ছিলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটি পদ। ইতিহাস পাঠে "গভর্নর জেনারেলের" উপস্থিতি জানান দেয় যে, আলোচ্য সময়কালে ভারত কোম্পানির অধীন ছিলো।
অন্যদিকে "ভাইসরয়" ছিলো ব্রিটিশ রাজের প্রতিনিধিত্বের পদ। ইতিহাস পাঠে "ভাইসরয়" পদের উপস্থিতি জানান দেয় যে, আলোচ্য সময়কালে ভারত সরাসরি ব্রিটেনের বা ব্রিটিশ রাজের অধীন ছিলো।
ভারতের প্রথম ও শেষ ভাইসরয়ের নাম
- ভারতের প্রথম ভাইসরয় ছিলেন - লর্ড ক্যানিং ।
- ভারতের শেষ ব্রিটিশ ভাইসরয় ছিলেন - লর্ড মাউন্টব্যাটেন।
- ভারতের শেষ ভারতীয় ভাইসরয় ছিলেন - চক্রবর্তী রাজা গোপালাচারী।
স্বাধীন ভারতের প্রথম ও শেষ গভর্নর জেনারেল
- প্রথম গভর্নর জেনারেল - লর্ড মাউন্টব্যাটেন।
- শেষ গভর্নর জেনারেল - চক্রবর্তী রাজা গোপালাচারী
১৯৫০ সালে ভারতীয় সংবিধান কার্যকর হওয়ার আগে পর্যন্ত চক্রবর্তী রাজা গোপালাচারী স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন। ১৯৫০ খ্রিঃ ২৬ জানুয়ারি নতুন সংবিধান কার্যকর হওয়ার পর ভারতের নতুন শাসনতন্ত্র গঠিত হয়। ফলে গভর্নর জেনারেল পদটিকে তুলে দেওয়া হয়।
চমৎকার লিখেছেন, অনেক তথ্য জানলাম,,, ধন্যবাদ আপনাকে
ReplyDelete