প্রাচীন ভারতের রাজবংশের পরিচয় GK

 প্রাচীন ভারতের রাজবংশ সম্পর্কে বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষায় প্রায়ই নানা ধরনের প্রশ্ন এসে থাকে। আমাদের আজকের আলোচনাটি প্রাচীন ভারতের বিভিন্ন রাজবংশ সম্পর্কিত তথ্য গুলো দিয়ে সাজানো। প্রাচীন ভারতের উল্লেখযোগ্য রাজবংশ গুলির প্রতিষ্ঠাতা, সময়কাল, শ্রেষ্ঠ রাজা, শেষ রাজা, রাজধানী,রাষ্ট্রয় ভাষা, ইত্যাদি নানা তথ্য দিয়ে আমরা আলোচনাটিকে একটি পূর্ণাঙ্গ তথ্য ভিত্তিক আলোচনার রূপ দেওয়ার চেষ্টা করেছি। আশা করি, এই আলোচনাটি আমাদের ওয়েবসাইটের পাঠকদের প্রয়োজন এবং চাহিদা দুটোই পূরন করতে পারবে। 

প্রাচীন ভারতের রাজবংশের পরিচয় GK
প্রাচীন ভারতের রাজবংশের পরিচয় 

প্রাচীন ভারতের উল্লেখযোগ্য রাজবংশ

(১.) হর্যঙ্ক বংশ 

পরিচয় - মগধকে কেন্দ্র করে প্রতিষ্ঠিত এই রাজবংশ ছিলো প্রাচীন ভারতের প্রথম রাজবংশ।

প্রতিষ্ঠাতা - বিম্বিসার 
সময়কাল - ৫৪৫ খ্রিঃ পূর্বাব্দ
শ্রেষ্ঠ নরপতি - বিম্বিসার
শেষ নরপতি - নাগদশক
উল্লেখযোগ্য রাজা - বিম্বিসার, অজাতশত্রু, উদয়ভদ্র, অনিরুদ্ধ, মুন্ড, নাগদশক।
রাজধানী - রাজগীর, পরে পাটলিপুত্র। উদয়ভদ্রই প্রথম গঙ্গা ও শোন নদীর সঙ্গমস্থলে অবস্থিত পাটলগ্রাম দূর্গকে কেেন্দ্র কর পাটলিপুত্র নগরে নির্মান করন
                                                                       

(২.) শৈশুনাগ বংশ 

পরিচয় - হর্যঙ্ক বংশের শেষ নরপতি নাগদশক কে হত্যা করে শিশুনাগ মগধে শৈশুনাগ বংশের প্রতিষ্ঠা করেন। 

প্রতিষ্ঠাতা - শিশুনাগ
সময়কাল - ৪৩০ খ্রিঃ পূর্বাব্দ 
শ্রেষ্ঠ নরপতি - শিশুনাগ
শেষ নরপতি - কালাশোক
উল্লেখযোগ্য রাজা - শিশুনাগ, কাকবর্ন বা কালাশোক, মহানন্দিন। 
রাজধানী - রাজগৃহ, পরে বৈশালী, কালাশোক এর আমলে রাজধানী স্থানান্তরিত হয় পাটলিপুত্রে। তার সময়ে বৈশাালী তে দ্বিতীয় বৌদ্ধ সংগীতির আহ্বান করা হয়েছিলো। 
                                                                         

(৩.) নন্দ বংশ

পরিচয় - এটি মগধে প্রতিষ্ঠিত তৃতীয় রাজবংশ ছিলো। মহাপদ্ম নন্দের পরে নয় জন রাজা মগধ শাসন করেন। এদের একত্রে "নবনন্দ" বলা হয়ে থাকে। বৌদ্ধ ধর্মে মহাপদ্ম নন্দ কে উগ্রসেনা বলা হয়েছে এবং তার বংশধরদের উগ্রসৈন্য নাম দেওয়া হয়েছে। গ্রিক রা ধননন্দকে বলতো আগ্রামেস। 

প্রতিষ্ঠাতা - মহাপদ্মনন্দ
সময়কাল - ৩৬৪ খ্রিঃ পূর্বাব্দ 
শ্রেষ্ঠ নরপতি - মহাপদ্মনন্দ
শেষ নরপতি - ধননন্দ
উল্লেখযোগ্য রাজা - মহাপদ্মনন্দ, ধননন্দ
রাজধানী - পাটলিপুত্র।
                                                                           

(৪.) মৌর্য বংশ 

পরিচয় - কৌটিল্য বা চানক্যের সহায়তায় ধননন্দকে উচ্ছেদ করে চন্দ্র গুপ্ত মৌর্য মৌর্য বংশের প্রতিষ্ঠা করেন। 

প্রতিষ্ঠাতা - চন্দ্রগুপ্ত মৌর্য 
সময়কাল - ৩২৪ খ্রিঃ পূর্বাব্দ 
শ্রেষ্ঠ নরপতি - অশোক
শেষ নরপতি - বৃহদ্রথ
উল্লেখযোগ্য রাজা - চন্দ্রগুপ্ত মৌর্য, বিন্দু আর, অশোক, বৃহদ্রথ। 
রাজধানী - পাটলিপুত্র
রাষ্ট্রীয় ভাষা - প্রাকৃত
                                                                         

(৫.) শুঙ্গ বংশ

পরিচয় - মৌর্য বংশের শেষ রাজা বৃহদ্রথ কে হত্যা করে পুষ্যমিত্র শুঙ্গ মগধে শুঙ্গ বংশের প্রতিষ্ঠা করেছিলেন। 

প্রতিষ্ঠাতা - পুষ্যমিত্র শুঙ্গ 
সময়কাল - ১৮৭ খ্রিঃ পূর্বাব্দ 
শ্রেষ্ঠ নরপতি - পুষ্যমিত্র শুঙ্গ 
শেষ নরপতি - দেবভূতি
উল্লেখযোগ্য রাজা - পুষ্যমিত্র শুঙ্গ, অগ্নিমিত্র, দেবভূতি
রাজধানী - পাটলিপুত্র
                                                                        

(৬.) কান্ববংশ

পরিচয় - মগধের শুঙ্গ রাজবংশ কে ক্ষমতাচ্যুত করে কান্ব রাজবংশ প্রতিষ্ঠিত হয়েছিলো। পরবর্তীকালে সাতবাহন রাজাদের কাছে এরা পরাজিত হয়েছিলো। 

 
প্রতিষ্ঠাতা - বাসুদেব
সময়কাল - ৭৫ খ্রিঃ পূর্বাব্দ 
শ্রেষ্ঠ নরপতি - সুসর্মন
শেষ নরপতি - সুসর্মন
উল্লেখযোগ্য রাজা - বাসুদেব কান্ব, ভূমিমিত্র কান্ব, নারায়ন কান্ব, সুসর্মন কান্ব।
                                                                          

(৭.) সাতবাহন বংশ

পরিচয় - পুরান সাতবাহনদের অন্ধ্রভৃত্য বলা হয়েছে। এদের আদি বাসভূমি ছিলো মহারাষ্ট্র অঞ্চলে। মৌর্য পরবর্তী অন্যতম শক্তিশালী রাজবংশ ছিলো। 

প্রতিষ্ঠাতা - সিমুখ
সময়কাল - ৪০ - ৩০ খ্রিঃ পূর্বাব্দ আনুমানিক 
শ্রেষ্ঠ নরপতি - গৌতমীপুত্র সাতকর্নী
শেষ নরপতি - যজ্ঞেশ্রী সাতকর্নী
উল্লেখযোগ্য রাজা - সিমুখ, প্রথম সাতকর্নী, গৌতমীপুত্র সাতকর্নী, বষিষ্ঠি পুত্র পুলুমায়ি, যজ্ঞেশ্রী সাতকর্নী।
রাজধানী - পৈঠান
রাষ্ট্রীয় ভাষা - প্রাকৃত
                                                                          

(৮.) কুষান বংশ

পরিচয় - মৌর্য পরবর্তীকালে উওর পশ্চিম ভারত ও মধ্য এশিয়াতে প্রতিষ্ঠিত সাম্রাজ্য। কুষানরা বিদেশী ছিলেন। পরে ভারতীয় সংস্কৃতি গ্রহন করে ভারতীয় হয়ে ওঠেন। 

প্রতিষ্ঠাতা - প্রথম কদফিস
সময়কাল - ৩০ খ্রিঃ পূর্বাব্দ 
শ্রেষ্ঠ নরপতি - কনিষ্ক
শেষ নরপতি - বাসুদেব
উল্লেখযোগ্য রাজা - প্রথম কদফিসেস, দ্বিতীয় কদফিসেস, কনিষ্ক, বশিষ্ক, অভিষ্ক, বাসুদেব।
রাজধানী - পুরুষপুর
                                                                          

(৯.) গুপ্ত বংশ

পরিচয় - সাতবাহন ও কুষান যুগের অবসানের কিছুদিন পর গুপ্ত বংশের প্রতিষ্ঠা হয়েছিলো। 

প্রতিষ্ঠাতা - শ্রী গুপ্ত 
প্রকৃত প্রতিষ্ঠাতা - প্রথম চন্দ্রগুপ্ত
সময়কাল - ২৭৫ খ্রিঃ পূর্বাব্দ 
শ্রেষ্ঠ নরপতি - সমুদ্রগুপ্ত
শেষ নরপতি - বিষ্ণুগুপ্ত
উল্লেখযোগ্য রাজা - শ্রীগুপ্ত, ঘটোৎকচ গুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, প্রথম কুমারগুপ্ত, স্কন্ধগুপ্ত, জীবিতগুপ্ত।
রাজধানী - পাটলিপুত্র
রাষ্ট্রীয় ভাষা - সংস্কৃত
                                                                            

(১০.) পুষ্যভূতি বংশ

পরিচয় - গুপ্ত পরবর্তী যুগের উল্লেখযোগ্য রাজবংশ ছিলো। পাঞ্জাব রাজ্যে এদের মূল রাজ্য অবস্থিত ছিলো। 

প্রতিষ্ঠাতা - পুষ্যভূতি 
সময়কাল - ৫২৫ খ্রিঃ পূর্বাব্দ 
শ্রেষ্ঠ নরপতি - হর্ষবর্ধন
শেষ নরপতি - হর্ষবর্ধন
উল্লেখযোগ্য রাজা - পুষ্যভূতি, প্রভাকরবর্ধন, রাজ্যবর্ধন, হর্ষবর্ধন।
                                                                           

(১১.) পল্লব বংশ

পরিচয় - দক্ষিণ ভারতে প্রতিষ্ঠিত রাজবংশ। প্রথমে এরা সাতবাহন রাজাদের সামন্ত ছিলেন। পরে স্বাধীন রাজ্য প্রতিষ্ঠিত করেছিলেন। 

প্রথম রাজা - শিবস্কন্দ বর্মন 
প্রকৃত প্রতিষ্ঠাতা - সিংহবিষ্ণু
সময়কাল -  ৫৭৩ খ্রিঃ 
শ্রেষ্ঠ নরপতি - দ্বিতীয় নরসিংহ বর্মন
শেষ নরপতি - অপরাজিত বর্মন
উল্লেখযোগ্য রাজা - শিবস্কন্দবর্মন, বিষ্ণুগোপ, সিংহ বর্মন, সিংহ বিষ্ণু, প্রথম মহেন্দ্র বর্মন, প্রথম নরসিংহ বর্মন, দ্বিতীয় নরসিংহ বর্মন। 
রাজধানী - কাঞ্চি
রাষ্ট্রীয় ভাষা - প্রাকৃত
                                                                                 

(১২.) পাল বংশ

পরিচয় - শশাঙ্কের মৃত্যুর পর কিছুদিন অরাজকতা চলেছিলো। যাকে ইতিহাসে মাৎস্যন্যায় বলা হয়। এর পরেই বাংলাতে পালদের শাসন শুরু হয়। 

প্রতিষ্ঠাতা - গোপাল
সময়কাল - ৭৫০ খ্রিঃ 
শ্রেষ্ঠ নরপতি - দেবপাল
শেষ রাজা - গোবিন্দ পাল
উল্লেখযোগ্য রাজা - গোপাল, ধর্মপাল, দেবপাল, মহেন্দ্র পাল।
রাজধানী - বিক্রমপুর, পাটলিপুত্র, গৌড়, সোমপুর
                                                                            

(১৩.) সেনবংশ

পরিচয় - বাংলায় পাল বংশের অবসানের পর সেন বংশের শাসন শুরু হয়। সেনরা ছিলেন ব্রাহ্মন রাজা। 

প্রতিষ্ঠাতা - সামন্ত সেন
প্রকৃত প্রতিষ্ঠাতা - বিজয় সেন
সময়কাল - ১০৯৫ খ্রিঃ 
শ্রেষ্ঠ নরপতি - বিজয়সেন
শেষ উল্লেখযোগ্য নরপতি - লক্ষন সেন
শেষ নরপতি - সূর্যসেন
উল্লেখযোগ্য রাজা - সামন্ত সেন, হেমন্ত সেন, বিজয় সেন, বল্লাল সেন, লক্ষন সেন। 
রাজধানী - বিক্রমপুর (নবদ্বীপ), লক্ষনাবতী
রাষ্ট্রীয় ভাষা - বাংলা
                                                                          

(১৪.) বাকাটক বংশ

পরিচয় - বাকাটকরা ছিলো দক্ষিণ ভারতে প্রতিষ্ঠিত একটি রাজবংশ। 

প্রতিষ্ঠাতা - বিন্ধ্যশক্তি 
প্রকৃত প্রতিষ্ঠাতা - প্রবর সেন
সময়কাল - ২৩০ খ্রিঃ 
শ্রেষ্ঠ নরপতি - প্রবর সেন
উল্লেখযোগ্য রাজা - বিন্ধ্যশক্তি, প্রবর সেন, প্রথম রুদ্রসেন, পৃথিবী সেন, দ্বিতীয় রুদ্রসেন, 
রাজধানী - নন্দীবর্ধন, প্রবরপুর, বৎসগুল্ম।
                                                                                

(১৫.) রাষ্ট্রকূট বংশ

পরিচয় - রাষ্ট্রকূটরা ছিলো দক্ষিণ ভারতে প্রতিষ্ঠিত একটি রাজবংশ। 

প্রতিষ্ঠাতা - দন্তিদূর্গ
সময়কাল - ৭৫৩ খ্রিঃ 
শ্রেষ্ঠ রাজা - অমোঘবর্ম
শেষ রাজা - তৃতীয় কৃষ্ণ 
উল্লেখযোগ্য রাজা - দন্তিদূর্গ, প্রথম কৃষ্ণ, দ্বিতীয় কর্ণ, অমোঘবর্ম, তৃতীয় কৃষ্ণ 
রাজধানী - মান্যখেত
রাষ্ট্রীয় ভাষা - কন্নড়
                                                                                  

(১৬.) চালুক্য বংশ

পরিচয় - চালুক্যরা ছিলো দক্ষিণ ভারতে প্রতিষ্ঠিত একটি রাজবংশ। 


প্রতিষ্ঠাতা - প্রথম পুলকেশী
শ্রেষ্ঠ নরপতি - দ্বিতীয় পুলকেশী
শেষ নরপতি - দ্বিতীয় কীর্তি বর্মন
রাজধানী - বাতাপি
রাষ্ট্রীয় ভাষা - তেলেগু
                                                                             

(১৭.) চোল বংশ

পরিচয় - চোলরা ছিলো দক্ষিণ ভারতে প্রতিষ্ঠিত একটি রাজবংশ। তামিলনাড়ুতে এদের রাজ্য ছিলো। 

প্রতিষ্ঠাতা - বিজয়ালয়
সময়কাল - ৮৫০ - ৮৭১
শ্রেষ্ঠ নরপতি - প্রথম রাজেন্দ্র চোল
শেষ নরপতি - তৃতীয় রাজেন্দ্র চোল
রাষ্ট্রীয় ভাষা - তামিল
রাজধানী - তাঞ্জোর
                                                                                 

(১৮.) পান্ড্য বংশ

পরিচয় - পান্ড্যরা ছিলো দক্ষিণ ভারতে প্রতিষ্ঠিত একটি রাজবংশ। কেরালাতে পান্ড্যদের রাজ্য ছিলো। 

প্রতিষ্ঠাতা - কুড়ুঙ্গোন
সময়কাল - ৫৬০ - ৫৯০ খ্রিঃ 
শ্রেষ্ঠ নরপতি - শ্রীমার শ্রীবল্লভ
                                                                                 


(১৯.) প্রতিহার বংশ

পরিচয় - প্রতিহার বংশ ছিলো গুর্জর জাতির অর্ন্তভুক্ত। হর্ষবর্ধনের পরবর্তীকালের উল্লেখযোগ্য রাজবংশ ছিলো।

প্রতিষ্ঠাতা - হরিচন্দ্র
প্রকৃত প্রতিষ্ঠাতা - প্রথম নাগভট্ট
সময়কাল - ৭২৫ - ৭৪০ খ্রিঃ 
শ্রেষ্ঠ রাজা - মিহির ভোজ
শেষ রাজা - রাজ্যপাল
উল্লেখযোগ্য রাজা - হরিশচন্দ্র, বৎসরাজ, দ্বিতীয় নাগভট্ট, প্রথম ভোজ, মহেন্দ্রপাল,
রাজধানী - কনৌজ
                                                                                 

(২০.) পারমার বংশ

পরিচয় - বর্তমান মধ্যপ্রদেশের এদের রাজ্য ছিলো। এরা রাজপুত ছিলেন। 

প্রতিষ্ঠাতা - কৃষ্ণরাজা
শ্রেষ্ঠ নরপতি - ভোজ
                                                                                 

(২১.) কৌনজের মৌখরী বংশ 

পরিচয় - গুপ্ত সাম্রাজ্যের পতনের পর মৌখরী রাজবংশের আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছিলো। এরা পূর্বে গুপ্ত সম্রাটদের সামন্তরাজা ছিলেন। 

প্রতিষ্ঠাতা - হরিবর্মা
সময়কাল - খ্রিঃ ষষ্ঠ শতক
শ্রেষ্ঠ রাজা - ইশান বর্মন
শেষ রাজা - গ্রহবর্মন
উল্লেখযোগ্য রাজা - হরিবর্মন, ইশান বর্মন, অবন্তীবর্মন, গ্রহবর্মন। 
রাজধানী - কনৌজ 
                                                                                


(২২.) বলভীর মৈত্রক বংশ

পরিচয় - সৌরাষ্ট্র অর্থাৎ বর্তমান গুজরাটে মৈত্রক বলভী রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। 

 প্রতিষ্ঠাতা - ভট্টারক
সময়কাল - পঞ্চম শতকের শেষ দিকে
শ্রেষ্ঠ রাজা - চতুর্থ ধ্রুবসেন
উল্লেখযোগ্য রাজা - ভট্টারক, চতুর্থ ধ্রুবসেন
                                                                                

(২৩.) চেতি বংশ

পরিচয় - বর্তমান ঊড়িষ্যায় এই বংশ কলিঙ্গ রাজ্য প্রতিষ্ঠিত করেছিলো। খারবেলের হাতিগুম্ফা লিপি থেকে এই রাজবংশের কথা জানা যায়। 

প্রতিষ্ঠাতা - মহামেঘবাহন
সময়কাল - মৌর্য সাম্রাজ্য পতনের পর
শ্রেষ্ঠ নরপতি - খারবেল
শেষ নরপতি - খারবেল


Post a Comment (0)
Previous Post Next Post