এশিয়া ও নতুন বিশ্বে উপনিবেশবাদ

ইওরোপের দেশ গুলি ৩ টি পর্বে উপনিবেশবাদ তথা সাম্রাজ্যবাদের বিস্তার করেছিলো - 

  1. পনেরো ও ষোলো শতকে প্রথম পর্বের উপনিবেশবাদ, 
  2. সতেরো ও আঠারো শতকে দ্বিতীয় পর্বের উপনিবেশবাদ, 
  3. উনিশ ও কুড়ি শতকে তৃতীয় পর্বের উপনিবেশবাদ।

এশিয়া ও নতুন বিশ্বে উপনিবেশবাদ
এশিয়া ও নতুন বিশ্বে উপনিবেশবাদ 


প্রথম পর্ব

(১.) পনেরো ও ষোলো শতকে উপনিবেশবাদ

  • ইওরোপীয় দেশ গুলির মধ্যে স্পেনপোর্তুগালই প্রথম বিশ্বে উপনিবেশ স্থাপনে এগিয়ে আসে। 
  • এই পর্বে স্পেন আমেরিকায় এবং পর্তুগাল এশিয়াতে উপনিবেশ স্থাপন করে। 
(ক.) স্পেন দক্ষিণ আমেরিকায় উপনিবেশ স্থাপন করে, এবং আমেরিকা থেকে প্রচুর সোনা ইওরোপে নিয়ে আসে। এই সোনাকে নিজেদের দখলে রেখে দেওয়ার জন্যই পরবর্তীকালে মার্কেনটাইল অর্থনীতির উদ্ভব ঘটেছিলো।

(খ.) একই ভাবে এই সময় পর্তুগাল  এশিয়ার গোয়া, ম্যাকাও (চিন), ও টিমরে উপনিবেশ স্থাপন করে।

কিন্তু সপ্তদশ শতাব্দীর শেষ থেকেই তাদের সাম্রাজ্যবাদের দাপট কমে যায় এবং বিশ্বে নতুন সাম্রাজ্যবাদী দেশ ও শক্তি হিসাবে উঠে আসে - ওলন্দাজ, ইংরেজ ও ফরাসিরা

দ্বিতীয় পর্ব 

(২.) সতেরো ও আঠারো শতকে এশিয়ায় উপনিবেশবাদ

(ক.) ওলন্দাজ/ ডাচ /নেদারল্যান্ড

  • ১৬০২ খ্রিঃ "ডাচ ইউনাইটেড ইস্ট ইন্ডিয়া" কোম্পানি গঠিত হয়,
  • ওলন্দাজরা মালাক্কা, হোরমুজ ও সিংহলে উপনিবেশ গড়ে তোলে, 
  • তারা ভারতে পোর্তুগিজদের বিতাড়িত করে বাংলার চুঁচুড়াকরমন্ডল উপকূল দখল করে,
  • ইন্দোনেশিয়ায় তাদের সদর দপ্তর তৈরি হয়। 

(খ.) ইংরেজ /ইংল্যান্ড/ব্রিটেন

  • ১৬০০ খ্রিঃ ইংরেজ" ইস্ট ইন্ডিয়া কোম্পানি" গঠিত হয়,
  • ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইংল্যান্ডের রানী এলিজাবেথের সনদ নিয়ে প্রাচ্যের ব্যবসা করতে আসে, 
  • ভারতে প্রথমে মুসলিপত্তনমসুরাটে তারা বানিজ্য কুঠি নির্মান করে,
  • পরে মাদ্রাজ, বোম্বাইকলকাতায় বানিজ্য কুঠি গড়ে তোলে, 
  • কলকাতায় ইংরেজরা তাদের সদর দপ্তর তৈরি করে।

(গ.) ফরাসি / ফ্রান্স

  • ১৬৬৪ খ্রিঃ "ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি" প্রতিষ্ঠিত হয়,
  • ফরাসিরা ভারতের চন্দননগরসুরাটে বানিজ্য কুঠি নির্মান করে,
  • পরবর্তীকালে দক্ষিণ পূর্ব এশিয়ায় বিশেষত, ইন্দোচিনে ফরাসিরা সাম্রাজ্য গঠন করে,

পরিনাম

এশিয়াতে বিশেষত, ভারতে ইংরেজরা ওলন্দাজ ও ফরাসিদের উচ্ছেদ করে নিজেদের একচ্ছত্র সাম্রাজ্যবাদের প্রতিষ্ঠা করে।

তৃতীয় পর্ব 

(৩.) উনিশ ও কুড়ি শতকে এশিয়ায় সাম্রাজ্যবাদ


ঊনবিংশ শতাব্দীতে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের ফলে এশিয়ায় সাম্রাজ্যবাদ প্রবল হয়ে ওঠে।
  • ইংরেজরা মারাঠা, মহীশূর, শিখ, অযোধ্যা প্রভৃতি একের পর এক ভারতের বড়ো রাজ্য গুলি দখল করে ফেলে,
  • ইঙ্গ নেপাল যুদ্ধের পর ১৮১৬ খ্রিঃ সগৌলির সন্ধি দ্বারা নেপালের এক বৃহৎ অংশে ইংরেজদের আধিপত্য প্রতিষ্ঠিত হয়,
  • ১৮৮৫ খ্রিঃ মধ্যে তিনটি যুদ্ধের দ্বারা ইংরেজরা ব্রহ্মদেশ বা মায়ানমার সম্পূর্ণ ভাবে দখল করে নেয়,
  • ১৮৭৯ খ্রিঃ গন্ডামাকের সন্ধি দ্বারা আফগানিস্তানের ওপর ইংরেজদের আধিপত্য স্থাপিত হয়।
  •  এছাড়া, শ্রীলঙ্কাতেও ইংরেজরা উপনিবেশ স্থাপন করে।
  • ভারতের মতোই চিনে ১৮৪২ খ্রিঃ প্রথম আফিম যুদ্ধের পর ইংরেজ, ফরাসি, আমেরিকা, প্রভৃতি শক্তি গুলি নানা অসম চুক্তি চাপিয়ে দেয় এবং উপনিবেশবাদ কায়েম করে।

নতুন বিশ্বে (আমেরিকা) উপনিবেশবাদ

আমেরিকাকে বলা হয় নতুন বিশ্ব। এখানে প্রথমে স্পেন উপনিবেশ স্থাপন করেছিলো। পরবর্তীকালে পর্তুগাল, ফ্রান্স, ইংল্যান্ড প্রভৃতি দেশ উপনিবেশ স্থাপন করতে এগিয়ে এসেছিলো। 

(ক.) স্পেনের উপনিবেশ 

  • ১৪৯২ খ্রিঃ স্প্যানিয় নাবিক কলম্বাস আমেরিকা আবিষ্কার করেন, 
  • এর কিছু পরে আমেরিগো ভেসপুচি নামে এক ইতালীয় নাবিক আমেরিকা পৌঁছানো। তার নাম অনুসারেই আমেরিকার নাম "আমেরিকা" হয়, 
  • নতুন বিশ্বে স্প্যানিয়রা দক্ষিণ আমেরিকায় তাদের উপনিবেশ গড়ে তোলে এবং সেখান থেকে প্রচুর সোনা তারা নিজেদের দেশে নিয়ে আসে, 
  • আমেরিকাতে উপনিবেশ স্থাপন করতে গিয়ে স্পেন "আজটেক সভ্যতা" (মেক্সিকো) "ইনকা সভ্যতা" (পেরু) ও "মায়া সভ্যতা" ধ্বংশ করে দেয়। 

(খ.) পর্তুগালের উপনিবেশ

  • স্পেনের পরে পর্তুগিজরা আমেরিকায় উপনিবেশ স্থাপনে এগিয়ে আসে, 
  • দক্ষিণ আমেরিকার ব্রাজিল ছিলো তাদের মূল উপনিবেশ। 

(গ.) ফ্রান্সের উপনিবেশ 

  • উত্তর আমেরিকার কানাডাতে ফ্রান্স উপনিবেশ গড়ে তুলেছিল, 
  • একে "New France" ও বলা হতো। 

(ঘ.) ইংল্যান্ডের উপনিবেশ 

  • ইংল্যান্ড অনেক দেরিতে আমেরিকায় উপনিবেশ স্থাপন করতে এসেছিলো, 
  • তারা ভার্জিনিয়া, মেরিল্যান্ড, নিউ হল্যান্ড ও নিউ ইয়র্ককানাডাতে উপনিবেশ গড়ে তুলেছিল, 
  • মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল অঞ্চলে ইংল্যান্ড ১৩ টি উপনিবেশ স্থাপন করেছিলো। এগুলোকে একত্রে "ত্রয়োদশ উপনিবেশ" বলা হতো। 

আমেরিকায় উপনিবেশিকরনের ফলাফল

  1. ইওরোপের উপনিবেশবাদীরা তাদের শক্তি, সম্পদ ও সংখ্যাগত প্রাধান্যের জোরে আমেরিকার "রেড ইন্ডিয়ান" দের পুরোপুরি গ্রাস করে ফেলে। 
  2. রেড ইন্ডিয়ানরা আমেরিকা থেকে পুরোপুরি বিলুপ্ত হয়ে যায়। 
  3. আমেরিকার সুপ্রাচীন আজটেক সভ্যতা, ইনকা সভ্যতা, মায়া সভ্যতা ধ্বংস হয়ে যায়। 
  4. আমেরিকা থেকে স্পেন বিপুল পরিমানে সোনা  ইওরোপের বাজারে নিয়ে এলে ইওরোপে "মূল্য বিপ্লব" ঘটে। 
  5. ইওরোপের প্রতিটি দেশ সোনা সংরক্ষণে গুরুত্ব আরোপ করতে শুরু করলে ইওরোপে মার্কেনটাইল অর্থনীতির উদ্ভব ঘটে। 
  6. আমেরিকার সম্পদ ইওরোপের শিল্পায়নকে ত্বরান্বিত করে। 
  7. ইংল্যান্ড সহ বিভিন্ন উপনিবেশ স্থাপনকারী দেশের লোকজন আমেরিকায় তাদের উপনিবেশ গুলিতে বসবাস করতে আরম্ভ করেন। 
  8. শেষপর্যন্ত অন্যান্য শক্তিগুলির প্রভাব খর্ব করে ইংল্যান্ড আমেরিকাতে ঔপনিবেশিক আধিপত্য সুপ্রতিষ্ঠিত করে। 
  9. কিন্তু পরবর্তীকালে আমেরিকান উপনিবেশ গুলিতে ইংল্যান্ড অধিক নিয়ন্ত্রনশোষন চালালে ক্ষোভের সঞ্চার হয়। 
  10. এর ফলে ১৭৭৬ খ্রিঃ আমেরিকায় ব্রিটিশ উপনিবেশ গুলি ইংল্যান্ডের অধীনতা ছিন্ন করে স্বাধীনতা ঘোষনা করে। ১৭৮৩ খ্রিঃ আমেরিকায় ইংল্যান্ডের উপনিবেশ গুলো নিয়ে জন্ম লাভ করে - "ইউনাইটেড স্টেটস অব আমেরিকা"। 

Post a Comment (0)
Previous Post Next Post