ইতিহাসGK বিভাগে আজ আমরা কিছু বিখ্যাত স্বনামধন্য ভারতীয়দের কথা বলবো, যাদের কৃতিত্বকে নাম দিয়ে পরিমাপ করা হয়েছে। অনেক সময় আবার নতুন নাম এবং উপাধি দিয়ে তাদের কৃতিত্বের মূল্যায়ন করা হয়েছে।
বিখ্যাত ব্যক্তিদের উপাধি, উপনাম, ছদ্মনাম সংক্রান্ত আলোচনা অনেক আছে। অনেকেই এগুলো নিয়ে আলোচনাও করেছেন। তবে অন্যদের আলোচনা থেকে আমাদের আলোচনা একটু স্বতন্ত্র এবং ভিন্ন।
আমি বারে বারেই বলে থাকি, ইতিহাস কখনই মুখস্থ করার কোন বিষয় নয়। মনে রাখার, বা স্মৃতিতে ধরে রাখবার মতো একটি বিষয়। খুব স্বাভাবিক ভাবেই নির্দিষ্ট পদ্ধতি এবং কৌশল অবলম্বন করেই আমাদের ইতিহাসের তথ্য গুলোকে স্মরনযোগ্য করে রাখতে হবে।
আজকের আলোচনাটি আমরা এমনভাবে সাজিয়ে দেওয়ার চেষ্টা করেছি,যাতে খুব সহজেই আপনি তথ্য গুলোকে মনে রাখতে পারবেন।
স্বনামধন্য ভারতীয়দের নাম, উপনাম ও উপাধি |
গান্ধীজি ও রবীন্দ্রনাথ :-
(১.) গান্ধীজিকে "মহাত্মা" উপাধি কে দিয়েছিলেন?
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর।
(২.) গান্ধীজিকে "জাতির জনক" বলে কে অভিহিত করেন?
উত্তর : সুভাষচন্দ্র বসু।
(৩.) রবীন্দ্রনাথ ঠাকুরকে "গুরুদেব" বলে কে আখ্যায়িত করেন?
উত্তর : মহাত্মা গান্ধী।
(৪.) সুভাষচন্দ্রকে কে "দেশনায়ক উপাধি" দেন?
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর।
(৫.) গান্ধীজিকে "অর্ধনগ্ন ফকির" কে বলেছিলেন?
উত্তর :উইনস্টন চার্চিল।
(৬.) "গান্ধী বুড়ি" কাকে বলা হতো?
উত্তর : মাতঙ্গিনী হাজরাকে।
(৭.) "সীমান্ত গান্ধী" নামে কে পরিচিত ছিলেন?
উত্তর : খান আব্দুল গফফর খান।
(৮.) রবীন্দ্রনাথ ঠাকুরকে কে "বিশ্বকবি" উপাধি দিয়েছিলেন?
উত্তর : ব্রহ্মবান্ধব উপাধ্যায়।
রাজা ও রামমোহন :-
(৯.) বাংলার" মুকুটহীন রাজা" কাকে বলা হয়?
উত্তর : সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে।
(১০.) রঞ্জিত সিংকে রাজা উপাধি কে দিয়েছিলেন?
উত্তর : কাবুল অধিপতি জামান শাহ।
(১১.) রামমোহন রায় কার কাছ থেকে " রাজা" উপাধিটি লাভ করেছিলেন?
উত্তর : মুঘল সম্রাট দ্বিতীয় আকবর।
(১২.) মুসলিম সমাজের রামমোহন কাকে বলা হয়?
উত্তর : সৈয়দ আহমেদ খান কে।
(১৩.) বাংলার "বিদ্রোহী রাজা" কাকে বলা হয়?
উত্তর : পাবনার কৃষক বিদ্রোহের নেতা ঈশান চন্দ্র রায় কে।
আকবর:-
(১৩.) "বাংলার আকবর" কাকে বলা হয়?
উত্তর : আলাউদ্দিন হুসেন শাহকে।
(১৪.) কাশ্মীরের আকবর কাকে বলা হয়?
উত্তর : জয়নুল আবেদিনকে।
বিপ্লববাদ ও গুরু :-
(১৫.) "ভারতের বিপ্লববাদের জননী" কাকে বলা হয়?
উত্তর : মাদাম ভিকাজি রুস্তমজি কামা কে।
(১৬.)" ভারতের বিপ্লববাদের জনক" কাকে বলা হয়?
উত্তর : বাসুদেব বলবন্ত ফাদকে কে।
(১৭.) "বাংলার বিপ্লববাদের জনক" কাকে বলা হয়?
উত্তর : প্রমথনাথ মিত্র।
(১৮.) "বাংলার বিপ্লববাদের মন্ত্রগুরু" কাকে বলা হয়?
উত্তর : ঋষি অরবিন্দ কে।
(১৯.) "ভারতীয় জাতীয়তাবাদের গুরু" কাকে বলা হয়?
উত্তর : স্বামী বিবেকানন্দ কে।
(২০.) ভারতের রাষ্ট্র গুরু কাকে বলা হয়?
উত্তর : সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কে।
ভারতের :-
(২১.) "ভারতের নেপোলিয়ন" কাকে বলা হয়?
উত্তর : সমুদ্রগুপ্ত কে।
( সামরিক কৃতিত্বের জন্য ভিনসেন্ট স্মিথ সমুদ্রগুপ্ত কে ভারতের নেপোলিয়ন বলেছিলেন।)
(২২.) "ভারতের লৌহমানব" কাকে বলা হয়?
উত্তর : সর্দার বল্লভভাই প্যাটেল।
(চারিত্রিক দৃঢ়তা, সাহসিকতা, ও নিজ সিদ্ধান্তে অটল থাকার মতো বিশেষ গুনাবলীর জন্যই তাকে লৌহমানব বলা হয়ে থাকে)।
(২৩.) "ভারতের ম্যাকিয়াভেলি" কাকে বলা হয়?
উত্তর : কৌটিল্য বা চানক্যকে কে।
( অসাধারণ রাজনৈতিক বিজ্ঞতা এবং কূটনৈতিক জ্ঞানের জন্য কৌটিল্য কে ভারতের ম্যাকিয়াভেলি বলা হয়।)
(২৪.) ভারতের বেকন কাকে বলা হয়?
উত্তর : অক্ষয় কুমার দত্ত কে।" বাহ্য বস্তুর সহিত মানব প্রকৃতির সম্বন্ধ" (১৮৫২), এবং পদার্থবিদ্যা নামে দুটি বই লিখেছিলেন। এই কৃতিত্বের জন্যই তাকে ভারতের বেকন বলা হতো।
(২৫.)" ভারতের নিউটন" কাকে বলা হয়?
উত্তর : ব্রহ্মগুপ্তকে।
( নিউটনের মাধ্যাকর্ষন সূত্রের বহু আগেই তিনি পৃথিবীর অভিকর্ষ টানের কথা বলে দিয়েছিলেন।)
(২৬.) "ভারতের আইনস্টাইন" কাকে বলা হয়?
উত্তর : নাগার্জুনকে।
(২৭.)" ভারতের শেক্সপীয়ার" কাকে বলা হয়?
উত্তর : মহাকবি কালিদাস কে।
(অসাধারণ কাব্য প্রতিভার জন্য কালিদাসকে ভারতের শেক্সপীয়র বলা হয়।)
(২৮.) ভারতের নাইটেঙ্গল/ প্রাচ্যের বুলবুল কাকে বলা হয়?
উত্তর : সরোজিনী নাইডু কে।
(২৯. ) "ভারতের প্রথম আধুনিক মানুষ" কাকে বলা হয়?
উত্তর : রাজা রামমোহন রায় কে।
(৩০.) ভারতের জাতীয়তাবাদের গুরু কাকে বলা হয়? / ভারতের রুশো কাকে বলা হয়?
উত্তর : স্বামী বিবেকানন্দ কে।
বাংলার :-
(৩১.) "বাংলার বাঘ" কাকে বলা হতো?
উত্তর : আশুতোষ মুখার্জি কে।
(৩২.) "বাংলার রবিনহুড" কাকে বলা হয়?
উত্তর : নীল বিদ্রোহের অন্যতম নেতা বিশ্বনাথ সর্দার (বিশে ডাকাত) কে।
(৩৩.) "বাংলার ওয়াটটেলার"(ইংল্যান্ডের কৃষক বিদ্রোহের নেতা) কাদের বলা হয়?
উত্তর : নীল বিদ্রোহের প্রধান নেতা দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরন বিশ্বাস কে।
(৩৪.)" বাংলার ক্যাসটন" কাকে বলা হয়? /বাংলা মুদ্রন শিল্পের জনক কাকে বলা হয়?
উত্তর : চার্লস উইলকিনসন কে।
(৩৫.)" বাংলার বিশ্বকর্মা" কাকে বলা হয়?
উত্তর : রাজেন্দ্রনাথ মুখার্জি কে।
(তিনি ছিলেন বাংলার সর্বশ্রেষ্ঠ ইঞ্জিনিয়ারদের অন্যতম। ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, হাওড়া ব্রিজ এবং বেলুড়ে রামকৃষ্ণ মিশন মন্দিরের অন্যতম রূপকার ছিলেন তিনি)।
(৩৬.) "বাংলা নবজাগরনের ঝড়ের পাখি" কাকে বলা হয়?
উত্তর : ডিরোজিও কে।
(৩৭.)" বাংলার কালাপাহাড়" কাদের বলা হতো?
উত্তর : ইয়ং বেঙ্গল বা নব্যবঙ্গীয়দের।
(৩৮.) "বাংলার নানা সাহেব" কাকে বলা হতো?
উত্তর : নড়াইলের জমিদার রামরতন মল্লিক কে।
বিদ্যাসাগর :-
(৩৯.) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর "বিদ্যাসাগর" উপাধি কোথা থেকে পান?
উত্তর : সংস্কৃত কলেজ থেকে। সংস্কৃত সাহিত্যের অসামান্য পান্ডিত্যের জন্য এই উপাধি লাভ করেন।
(৪০.) "দক্ষিণ ভারতের বিদ্যাসাগর" কাকে বলা হয়?
উত্তর : বীরসালিঙ্গম পনতলু কে।
অশোক/জিন্দাপির/তোতাপাখি :-
(৪১.) ভারতের ইতিহাসে কাকে "দ্বিতীয় অশোক" বলা হয়?
উত্তর : কুষান বংশের শ্রেষ্ঠ শাসক কনিষ্ক কে।
(৪২.)" জিন্দাপির" কাকে বলা হতো?
উত্তর : ঔরঙ্গজেব কে।
(৪৩.) "হিন্দুস্থানের তোতাপাখি" কাকে বলা হতো।
উত্তর : আমির খসরু কে।
লোকহিতবাদী/লোকমান্য/লোকনায়ক:-
(৪৪.) "লোকহিতবাদী" নামে কাকে ডাকা হতো?
উত্তর : গোপালহরি দেশমুখ কে।
(৪৫.) ভারতের ইতিহাসে কে "লোকমান্য" নামে পরিচিত ছিলেন?
উত্তর : বাল গঙ্গাধর তিলক।
(৪৬.) "লোকনায়ক" নামে কে পরিচিত ছিলেন?
উত্তর : জয় প্রকাশ নারায়ন।
(৪৭.) দেশনায়ক নামে কে পরিচিত ছিলেন?
উত্তর :- নেতাজী সুভাষচন্দ্র বসু।
দেশবন্ধু/দেশরত্ন/দেশপ্রিয়/দেশনায়ক :-
(৪৮.) "দেশবন্ধু " নামে কে পরিচিত ছিলেন?
উত্তর : চিত্তরঞ্জন দাশ।
(৪৯. ) কাকে বলা হতো "দেশরত্ন"?
উত্তর : ড. রাজেন্দ্র প্রসাদ কে।
(৫০.) "দেশপ্রিয়" কাকে বলা হতো।
উত্তর :যতীন্দ্রমোহন সেনগুপ্ত কে।
অগ্নিশিশু/অগ্নিকন্যা:-
(৫১.) "অগ্নিশিশু"/ ভারতের প্রথম শহিদ কে ছিলেন?
উত্তর : ক্ষুদিরাম বসু।
(৫২.) "ভারতের অগ্নিকন্যা" কাকে বলা হয়?
উত্তর : কল্পনা দত্ত কে। রবীন্দ্রনাথ ঠাকুর কল্পনা দত্ত কে অগ্নিকন্যা বলে অভিহিত করেন।
পরিশিষ্ট :-
(৫৩.) "এশিয়ার আলো" কাকে বলা হয়ে থাকে?
উত্তর : গৌতম বুদ্ধ কে।
(৫৪.) বাঘা যতীন নামে কে পরিচিত ছিলেন?
উত্তর : যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়।
(৫৫.) শের ই বাংলা"কাকে বলা হতো?
উত্তর : ফজলুল হক কে।
(৫৬.) হকির জাদুকর কাকে বলা হয়?
উত্তর : ধ্যানচাঁদ কে।
(৫৭.) উড়ন্ত শিখ কাকে বলা হয়?
উত্তর : মিলখা সিংকে।