ইতিহাস GK বিভাগে আজ আমরা ভারতের কিছু বিখ্যাত সংবাদপত্রকে নিয়ে আলোচনা করবো। বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষায় এই সংবাদপত্র গুলোকে নিয়ে প্রশ্ন আসতে দেখা যায়। সংবাদপত্র নিয়ে এর আগেও বিভিন্ন জায়গায় অনেকেই আলোচনা করেছেন, কিন্তু তাদের আলোচনার সঙ্গে আমাদের আলোচনার একটি মৌলিক প্রভেদ আছে।
ইতিহাসের বিভিন্ন বিষয়কে মনে রাখা অথবা স্মৃতিতে ধরে রাখা রীতিমত একটি চ্যালেঞ্জের বিষয়। এই জন্য প্রতিটি আলোচনার ক্ষেত্রে এই কথাটিকে মাথায় রেখেই ইতিহাসের তথ্য গুলোকে সাজিয়ে দেওয়ার চেষ্টা করি।
এখানেও সংবাদপত্র গুলিকে এমন ভাবে আমরা সাজিয়ে দিয়েছি, যাতে অনায়াসে আপনি তথ্য গুলোকে আপনার স্মৃতি তে ধরে রাখতে পারবেন। একটা কথা সবসময়ই মনে রাখবেন
ইতিহাস মুখস্থ করার কোন বিষয় নয়, স্মৃতিতে ধরে রাখবার মতো একটি বিষয়। সুতরাং সঠিক উপস্থাপনা এবং পদ্ধতির অনুসরনের মধ্য দিয়েই ইতিহাসের তথ্য গুলোকে আমরা মনে রাখতে পারি।
আজকের আলোচনাটির সব তথ্য গুলো একদিনে পড়ে ফেলে কখনই আপনি মনে রাখতে পারবেন না। চেষ্টা করুন ভেঙ্গে ভেঙ্গে পড়তে। প্রয়োজনে বন্ধু বান্ধবদের সাথে আলোচনা করুন। পড়তে গিয়ে অনেক তথ্য হয়ত আপনি ভুলে যাবেন, কিন্তু এটাও মনে রাখবেন, মানুষ ভুলে যায় বলেই নতুন কিছু মনে রাখতে পারে এবং শিখতেও পারে।
সবশেষে বলবো, উনিশ শতকে কিভাবে ভারতীয় সংবাদপত্রের উদ্ভব ও বিকাশ হয়েছিলো, এ সম্পর্কে একটি ধারাবাহিক আলোচনা HISTORY CLASS ROOM এ দেওয়া আছে। গল্পের ছলে বলা ঐ আলোচনাটি পড়ে নিলে অনায়াসেই আজকের তথ্য গুলোকে স্মৃতিতে ধরে রাখতে পারবেন।
যাইহোক, এবার মূল আলোচনাতে আসা যাক..। শুরুতে খুব ছোট্ট করে আমরা ভারতের সংবাদপত্রের ইতিহাসটা একটু দেখে নি।
সংক্ষিপ্ত ধারনা :-
- ১৭৮০ খ্রিঃ হিকির বেঙ্গল গেজেটের হাত ধরেই মূলত ভারতের সংবাদপত্রের জয়যাত্রা শুরু হয়।
- ১৭৮০ থেকে ১৮১৭ পর্যন্ত ইংরেজী ভাষায় প্রকাধিক পত্রিকা প্রকাশিত হয়। সব গুলির ই মালিকানা ছিলো ইংরেজদের হাতে।
- ১৮১৮ খ্রিঃ থেকেই মূলত ভারতীয় ভাষা ও ভারতীয় মালিকানার অধীন সংবাদপত্রের উদ্ভব ঘটে।
- ১৮২৮ থেকে ১৮৪৫, ইয়ং বেঙ্গল আন্দোলন, ব্রাহ্মসমাজের আন্দোলন এবং সমাজ ও ধর্ম সংস্কার আন্দোলনের সূত্র ধরে একাধিক পত্রিকা প্রকাশিত হতে হাতে।
- ১৮৫০ খ্রিঃ পর থেকে প্রকাশিত সংবাদপত্র গুলিতে রাজনৈতিক সচেতনতা বোধের প্রতিফলন ঘটতে দেখা যায়।
ভারতের সংবাদপত্র GK |
ভারতের সংবাদপত্র গুলির গুরুত্বপূর্ণ তথ্য একঝলকে :-
(১.)ভারতের প্রথম সংবাদপত্র
নাম - বেঙ্গল গেজেট
প্রকাশকাল - ১৭৮০
সম্পাদক - জেমস অগাস্টাস হিকি
বৈশিষ্ট্য - ১. এটি ছিলো একটি সাপ্তাহিক পত্রিকা।
২. ইংরেজি ভাষায় এটি প্রকাশিত হয়েছিলো।
৩. বাংলাদেশ বা ভারতে প্রথম মুদ্রিত সংবাদপত্র ছিলো।
(২.) ভারতের দ্বিতীয় সংবাদপত্র
নাম - ইন্ডিয়া গেজেট
প্রকাশকাল - ১৭৮০
বিশেষ তথ্য - হিকির বেঙ্গল গেজেটের প্রভাব খর্ব করবার জন্য কোম্পানির কর্তা ব্যক্তিরা ইন্ডিয়া গেজেটের পৃষ্ঠপোষকতা করেছিলেন।
(৩.) বাংলার প্রথম সাময়িকপত্র
নাম - দিগদর্শন
প্রকাশকাল - ১৮১৮
সম্পাদক - জন ক্লার্ক মার্শম্যান
বৈশিষ্ট্য - (১.) এটি ছিলো একটি মাসিক পত্রিকা।
(২.) এটি প্রকাশিত হয়েছিলো মূলত শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনের পরিচালিত স্কুলের ছাত্রদের জন্য।
(৩.) দিগ্দর্শন ই ছিলো বাংলা ভাষায় প্রকাশিত বাংলার প্রথম সাময়িকপত্র বা ম্যাগাজিন।
(৪.) বাংলার প্রথম সংবাদপত্র
নাম - সমাচার দর্পন
প্রকাশকাল - ১৮১৮
সম্পাদক - জন ক্লার্ক মার্শম্যান
বৈশিষ্ট্য - (১.) এটি ছিলো সাপ্তাহিক পত্রিকা। প্রতি শনিবার প্রকাশিত হতো।
(২.) বাংলা ভাষায় প্রকাশিত বাংলার প্রথম সংবাদপত্র ছিলো এটি।
(৩.) বাংলার প্রথম সাপ্তাহিক পত্রিকাও ছিলো এটি।
(৫.) বাঙালি সম্পাদিত প্রথম বাংলা সংবাদপত্র
নাম - বাঙ্গাল গেজেটি
প্রকাশকাল - ১৮১৮
সম্পাদক - গঙ্গাকিশোর ভট্টাচার্য
বৈশিষ্ট্য - (১.) একটি সংবাদপত্রের বিজ্ঞপ্তি থেকে এর প্রকাশকাল সম্পর্কে জানা যায়।
(২.) দিগদর্শনের আগেই এটি প্রকাশিত হয়েছিলো বলে জানা যায়।
(৩.) এই পত্রিকার কোন সংখ্যা আজও খুঁজে পাওয়া যায় নি।
(৬.) বাংলার প্রথম দৈনিক সংবাদপত্র
নাম - সংবাদ প্রভাকর
প্রকাশকাল - ১৮৩১
সম্পাদক - ঈশ্বরচন্দ্র গুপ্ত
বৈশিষ্ট্য - (১.) এটি প্রথমদিকে সাপ্তাহিক পত্রিকা ছিলো। পরে ১৮৩৯ খ্রিঃ থেকে দৈনিক পত্রিকা হিসাবে প্রকাশিত হতে শুরু করেছিলো।
(২.) সংবাদ পরিবেশনের পাশাপাশি সাহিত্য চর্চার ক্ষেত্রে এই পত্রিকাটি সমকালীন সময়ে আলোড়ন সৃষ্টি করেছিলো।
(৭.) বাংলার প্রথম রাজনৈতিক সংবাদপত্র
নাম - সোমপ্রকাশ
প্রকাশকাল - ১৮৫৮
সম্পাদক - দ্বারকানাথ বিদ্যাভূষন
বৈশিষ্ট্য - (১.) এটি ছিলো একটি সাপ্তাহিক পত্রিকা। প্রতি সোমবার এটি প্রকাশিত হতো বলে এর নাম হয়েছিলো সোমপ্রকাশ।
(২.) সোমপ্রকাশ ছিলো বাংলা ভাষায় প্রকাশিত প্রথম রাজনৈতিক সংবাদপত্র।
(৮.) বাংলার প্রথম পূর্ণাঙ্গ সাহিত্য পত্রিকা
নাম - বঙ্গদর্শন
প্রকাশকাল - ১৮৭২
সম্পাদক - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
বৈশিষ্ট্য - (১.) এটি ছিলো একটি মাসিক পত্রিকা।
(২.) বঙ্গদর্শন ই ছিলো বাংলার প্রথম পূর্ণাঙ্গ সাহিত্য পত্রিকা।
(৩.) এটি ছিলো বাংলার প্রথম পেশাদারি পত্রিকা।
(৯.) ভারতের প্রথম জাতীয়তাবাদী সংবাদপত্র
নাম - হিন্দু প্যাট্রিয়ট
প্রকাশকাল - ১৮৫৩
সম্পাদক - গিরিশ চন্দ্র ঘোষ (প্রথম সম্পাদক), হরিশচন্দ্র মুখোপাধ্যায় (দ্বিতীয় সম্পাদক)
বৈশিষ্ট্য - (১.) এটি প্রথমদিকে সাপ্তাহিক পত্রিকা ছিলো।পরে জনপ্রিয় হয়ে উঠলে এটি দৈনিক পত্রিকা হিসাবে প্রকাশ হতো। (২.) এই পত্রিকাই একমাত্র সাঁওতাল বিদ্রোহকে সমর্থন করে। নীলকর সাহেবদের অত্যাচার ও নীলবিদ্রোহের স্বপক্ষে জোরালো জনমত গঠন করে। ১৮৫৭ মহাবিদ্রোহকে দ্ব্যর্থবোধক ভাষায় সমর্থন দেয়। সমকালীন ঘটাবলীর মূল্যায়নে এই পত্রিকা জাতীয়তাবাদী মনোভাবের স্বাক্ষর রেখেছিলো বলেই এটিকে ভারতের প্রথম জাতীয়তাবাদী পত্রিকা বলা হয়েছে।
(১০.) রামমোহন রায় প্রকাশিত সংবাদপত্র
নাম - ব্রাহ্মণ সেবধি
প্রকাশকাল - ১৮২১ খ্রিঃ।
বৈশিষ্ট্য - বাংলা ভাষায় প্রকাশিত পত্রিকা ছিলো।
নাম - সম্বাদ কৌমুদি
প্রকাশকাল - ১৮২১
বৈশিষ্ট্য - বাংলা ভাষায় প্রকাশিত পত্রিকা ছিলো।
নাম - মীরাতুল আখবার
প্রকাশকাল - ১৮২২
বৈশিষ্ট্য - ফার্সি ভাষায় প্রকাশিত পত্রিকা ছিলো।
(১১.) ইয়ংবেঙ্গল দলের প্রকাশিত সংবাদপত্র
নাম - পার্থেনন, জ্ঞানান্বেষন, এনকোয়ারার, হিন্দু পাইওনিয়ার, হেসপেরাস, বেঙ্গল স্পেকটেটর।
(১২.) ব্রাহ্মসমাজের প্রকাশিত সংবাদপত্র সমূহ
(ক) তত্ত্ববোধিনী পত্রিকা
প্রকাশকাল - ১৮৪৩
প্রতিষ্ঠাতা - মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর।
সম্পাদক - অক্ষয় কুমার দত্ত।
বৈশিষ্ট্য - ব্রাহ্মসমাজের তত্ত্ববোধিনী সভার মুখপত্র ছিলো।
(খ) বামাবোধিনী পত্রিকা
প্রকাশকাল - ১৮৬৩
সম্পাদক - উমেশচন্দ্র দত্ত।
বৈশিষ্ট্য - ব্রাহ্মসমাজের বামাবোধিনী সভার মুখপত্র ছিলো। এটি ছিলো বামা অর্থাৎ নারীদের জন্য প্রকাশিত পত্রিকা।
(গ) কেশবচন্দ্র সেন সম্পাদিত সংবাদপত্র
নাম - ইন্ডিয়ান মিরর
প্রকাশকাল - ১৮৬১
সুলভ সমাচার
প্রকাশকাল - ১৮৬২
বিশেষ তথ্য - এই পত্রিকার দাম ছিলো মাত্র এক পয়সা
(১৩.) বাল গঙ্গাধর তিলক প্রকাশিত সংবাদপত্র
নাম - কেশরী ও মারহাট্টা
বিশেষ তথ্য - কেশরী মারাঠি ভাষায়, মারহাট্টা ইংরেজী ভাষায় প্রকাশিত সংবাদপত্র ছিলো।
(১৪.) মহাত্মা গান্ধী সম্পাদিত পত্রিকা
নাম - হরিজন পত্রিকা, ইন্ডিয়ান অপিনিয়ন, ইয়ং ইন্ডিয়া, নবজীবন।
(১৫.) কাজি নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা
নাম - ধুমকেতু
প্রকাশকাল - ১৯২২
লাঙ্গল
প্রকাশকাল - ১৯২৫
(১৬.) কমিউনিস্টদের প্রকাশিত সংবাদপত্র
লাঙ্গল - কাজি নজরুল ইসলাম (সম্পাদক)
সোশ্যালিস্ট - এস এ ডাঙ্গে (সম্পাদক)
কীর্তি - সন্তোষ মিত্র (সম্পাদক)
গনবানী - মুজাফফর আহম্মদ (সম্পাদক)
(১৭.) বর্তমান কালের ৩ টি বিখ্যাত সংবাদপত্র
(ক) টাইমস অব ইন্ডিয়া
প্রকাশকাল - ১৮৬১
বিশেষ তথ্য - ১. ইংরেজি ভাষায় এটি প্রকাশিত হয়েছিলো।
২. বোম্বে টাইমস, বোম্বে স্ট্যান্ডার্ড, ও টেলিগ্রাফ পত্রিকার সমন্বয়ে এই পত্রিকা প্রকাশিত হয়।
(খ) স্টেটসম্যান
প্রকাশকাল - ১৮৭৫
বিশেষ তথ্য - ১. পত্রিকাটি কলকাতা থেকে প্রকাশিত হতো।
২. পরবর্তীকালে ফ্রেন্ড অব ইন্ডিয়ার সঙ্গে মিলিত হয়ে এই পত্রিকার নাম হয় দ্য স্টেটসম্যান।
(গ) আনন্দবাজার পত্রিকা
প্রকাশকাল - ১৯২২ খ্রিঃ ১৩ মার্চ ।
বিশেষ তথ্য - ১৯৫৪ খ্রিঃ পত্রিকাটি দেশের একক সংস্করনের সংবাদপত্র গুলির মধ্যে সর্বাধিক প্রচারিত সংবাদপত্র হিসাবে স্বীকৃতি লাভ করে।
(১৮.) অমৃতবাজার পত্রিকা
প্রকাশকাল - ১৮৬৮
সম্পাদক - বসন্ত কুমার ঘোষ, শিশির কুমার ঘোষ।
বৈশিষ্ট্য - এটি বাংলা ভাষায় প্রকাশিত একটি সাপ্তাহিক পত্রিকা ছিলো।
(১৯.) বেঙ্গলী
প্রকাশকাল - ১৮৬২
সম্পাদক - গিরিশ চন্দ্র ঘোষ । সুরেন্দ্রনাথ সেনের সম্পাদনায় এই পত্রিকাটি জাতীয় পত্রিকায় পরিনত হয়।
(২০.) রাষ্ট্র গোফতার
সম্পাদক - দাদাভাই নৌরজী
বৈশিষ্ট্য - এটি বোম্বাই থেকে প্রকাশিত গুজরাট ভাষার একটি পাক্ষিক পত্রিকা ছিলো।
(২১) পরিশিষ্ট
(ক) গ্রামবার্তা প্রকাশিকা
প্রকাশকাল - ১৮৬৩
সম্পাদক - হরিনাথ মজুমদার বা কাঙাল হরিনাথ
বৈশিষ্ট্য - (১.)পত্রিকাটি প্রথমে ছিলো মাসিক পত্রিকা। পরে পাক্ষিক এবং সাপ্তাহিক পত্রিকা হিসাবে প্রকাশিত হয়েছিলো।
(২.) গ্রামের মানুষের কথা পত্রিকাটি তুলে ধরতো।
(খ) সর্বশুভকরী পত্রিকা
প্রকাশকাল - ১৮৫০
সম্পাদক - ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
(গ) সঞ্জীবনী
প্রকাশকাল - ১৮৩৩
সম্পাদক - কৃষ্ণ কুমার মিত্র।
(ঘ) সাধারনী
সম্পাদক - অক্ষয় কুমার সরকার।
(ঙ) ইন্ডিয়ান ফিল্ড
সম্পাদক - কিশোরীচাঁদ মিত্র।
(চ) ন্যাশনাল পেপার
সম্পাদক - নবগোপাল মিত্র
(ছ) প্রবাসী
প্রকাশকাল - ১৯০১
সম্পাদক - রামানন্দ চট্টোপাধ্যায়