মাধ্যমিক মক টেস্ট - ২৩

মাধ্যমিক মক টেস্ট - ২৩
মাধ্যমিক মক টেস্ট - ২৩


প্রিয় দশম শ্রেণির  ছাত্রছাত্রী, 

তোমাদের আসন্ন মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতিকে মাথায় রেখে HISTORY CLASS ROOM তোমাদের জন্য একটি আকর্ষনীয় মক টেস্টের আয়োজন করেছে। এই পরীক্ষায় অংশগ্রহণের মধ্য দিয়ে তোমরা নিজেদের প্রস্তুতির মানটিকে যাচাই করে নিতে পারবে। 

আশা করছি, আমাদের এই ক্ষুদ্র প্রয়াস তোমাদের ভীষণ ভাবে উপকৃত করবে।

মক টেস্ট - ২৩

নিন্মলিখিত MCQ প্রশ্ন গুলির উত্তর দাও।
1/20
নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয় -
১৯৪০ এর দশকে
১৯৫০ এর দশকে
১৯৬০ এর দশকে
১৯৯০ এর দশকে
2/20
বঙ্গদর্শন পত্রিকাটির সম্পাদক ছিলেন -
শিশির কুমার ঘোষ
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
কালীপ্রসন্ন সিংহ
দ্বারকানাথ বিদ্যাভূষন
3/20
ব্রহ্মানন্দ নামে পরিচিত ছিলেন -
কেশবচন্দ্র সেন
অক্ষয় কুমার দত্ত
দেবেন্দ্রনাথ ঠাকুর
রাজা রামমোহন রায়
4/20
ক্যালকাটা স্কুল বুক সোসাইটির সঙ্গে যুক্ত ছিলেন -
শিবনাথ শাস্ত্রী
ডিরোজিও
স্বামী বিবেকানন্দ
ডেভিড হেয়ার
5/20
গ্রামবার্তা প্রকাশিকা প্রথমে ছিলো একটি -
দৈনিক পত্রিকা
সাপ্তাহিক পত্রিকা
পাক্ষিক পত্রিকা
মাসিক পত্রিকা
6/20
"কাশ্মীর সিংহ" নামে পরিচিত ছিলেন -
হরি সিং
শেখ আবদুল্লা
শাহনওয়াজ ভুট্টো
জওহরলাল নেহেরু
7/20
ফরাজি আন্দোলনের প্রবর্তক ছিলেন -
তিতুমির
দুদু মিঞা
হাজি শরিয়ৎ উল্লাহ
সৈয়দ আহমেদ
8/20
জমিদার সভা প্রতিষ্ঠিত হয়েছিলো -
টমসনের উদ্যোগে
দ্বারকানাথ ঠাকুরের উদ্যোগে
ডিরোজিওর উদ্যোগে
সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে
9/20
বর্তমান ভারত প্রথম প্রকাশিত হয় -
অমৃতবাজার পত্রিকায়
সঞ্জীবনী পত্রিকায়
উদ্বোধন পত্রিকায়
বেঙ্গলী পত্রিকায়
10/20
সিপাহী বিদ্রোহ প্রথম শুরু হয় -
ব্যারাকপুরে
মিরাটে
বিহারে
নাগপুরে
11/20
বেঙ্গল কেমিক্যালের প্রতিষ্ঠাতা ছিলেন -
জগদীশচন্দ্র বসু
প্রফুল্লচন্দ্র ঘোষ
প্রফুল্লচন্দ্র রায়
মেঘনাদ সাহা
12/20
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিলো -
১৯০৫ খ্রিঃ
১৯১১ খ্রিঃ
১৯১৪ খ্রিঃ
১৯২১ খ্রিঃ
13/20
একা আন্দোলন শুরু হয়েছিলো -
বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের পর্যায়ে
অহিংসা অসহযোগ আন্দোলনের পর্যায়ে
আইন অমান্য আন্দোলনের পর্যায়ে
ভারত ছাড়ো আন্দোলনের পর্যায়ে
14/20
রম্পা উপজাতির কৃষক বিদ্রোহে নেতৃত্ব দেন -
সিধু কানু
আল্লুরি সীতারাম রাজু
বাবা রামচন্দ্র
স্বামী বিদ্যানন্দ
15/20
মানবেন্দ্রনাথ রায়ের প্রকৃত নাম ছিল -
যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়
নরেন্দ্রনাথ দত্ত
নরেন্দ্রনাথ ভট্টাচার্য
নরেন্দ্রনাথ রায়
16/20
আজাদ হিন্দ ফৌজের নারী বাহিনীর অন্যতম সদস্য ছিলেন -
কল্পনা দত্ত
সরোজিনী নাইডু
বীনা দাস
লক্ষী স্বামীনাথন
17/20
ভারত ছাড়ো আন্দোলনের সময় জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয়েছিলো -
শ্রীহট্টে
নওগাতে
তাম্রলিপ্তে
বারদৌলিতে
18/20
আইন অমান্য আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন -
বীনা দাস
কমলাদেবী চট্টোপাধ্যায়
কল্পনা দত্ত
প্রীতিলতা ওয়াদ্দেদার
19/20
নেহেরু লিয়াকৎ চুক্তি স্বাক্ষরিত হয় -
১৯৫২ খ্রিঃ
১৯৫১ খ্রিঃ
১৯৫০ খ্রিঃ
১৯৪৭ খ্রিঃ
20/20
১৯৫৩ খ্রিঃ রাজ্য পুনর্গঠন কমিশনের সদস্য ছিলেন -
সর্দার বল্লভভাই প্যাটেল
জওহরলাল নেহেরু
পট্টভি সীতারামাইয়া
কে এম পানিক্কর
Result:
Post a Comment (0)
Previous Post Next Post