মাধ্যমিক মক টেস্ট - ২২

মাধ্যমিক মক টেস্ট - ২২
মাধ্যমিক মক টেস্ট - ২২


প্রিয় দশম শ্রেণির  ছাত্রছাত্রী, 

তোমাদের আসন্ন মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতিকে মাথায় রেখে HISTORY CLASS ROOM তোমাদের জন্য একটি আকর্ষনীয় মক টেস্টের আয়োজন করেছে। এই পরীক্ষায় অংশগ্রহণের মধ্য দিয়ে তোমরা নিজেদের প্রস্তুতির মানটিকে যাচাই করে নিতে পারবে। 

আশা করছি, আমাদের এই ক্ষুদ্র প্রয়াস তোমাদের ভীষণ ভাবে উপকৃত করবে।

মক টেস্ট - ২২

নিন্মলিখিত MCQ প্রশ্ন গুলির উত্তর দাও।
1/20
ভারতের সংস্কৃতির শহর বলা হয় -
দিল্লিকে
মুম্বাইকে
কলকাতাকে
জয়পুরকে
2/20
বাইশ গজের খেলা হল -
ক্রিকেট
ফুটবল
রাগবি
হকি
3/20
বামাবোধিনীর বামা আসলে কারা -
বালিকারা
নববিবাহিতরা
বিধবারা
সমগ্র নারী জাতি
4/20
"শব্দকল্পদ্রুম" বইটি লেখেন -
দেবেন্দ্রনাথ ঠাকুর
রামমোহন রায়
রাধাকান্ত রায়
রাধাকান্ত দেব
5/20
কেশবচন্দ্র সেনকে "ব্রহ্মানন্দ" উপাধি দেন -
দেবেন্দ্রনাথ ঠাকুর
রামমোহন রায়
শিবনাথ শাস্ত্রী
আনন্দমোহন বসু
6/20
বীরসা মুন্ডা উপাসক ছিলেন -
চন্দ্র দেবতার
সূর্য দেবতার
শাল দেবতার
বৃক্ষ দেবতার
7/20
"বাংলার নানা সাহেব" বলা হত -
রামরতন মল্লিককে
তাঁতিয়া তোপিকে
তিতুমিরকে
সৈয়দ খানকে
8/20
উনিশ শতককে সভা সমিতির যুগ বলেছিলেন -
রামমোহন রায়
রমেশচন্দ্র মজুমদার
অনীল শীল
নীলকন্ঠ শাস্ত্রী
9/20
জমিদার সভা স্থাপিত হয় -
১৯৩৬ খ্রিঃ
১৮৩৭ খ্রিঃ
১৮৩৮ খ্রিঃ
১৮৩৯ খ্রিঃ
10/20
রবীন্দ্রনাথ ঠাকুর গোরা উপন্যাস লেখেন -
সিপাহী বিদ্রোহের প্রেক্ষিতে
বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে
অসহযোগ আন্দোলনের প্রেক্ষাপটে
ভারত ছাড়ো আন্দোলনের প্রেক্ষাপটে
11/20
বাংলা ভাষায় ছাপাখানা প্রথম প্রতিষ্ঠা করেন -
কেরি
এন্ড্রুজ
বেথুন
উপেন্দ্রকিশোর
12/20
কোন বিশ্ববিদ্যালয়ে প্রকৃতির সঙ্গে শিক্ষা দেওয়া হয়?
কল্যানী বিশ্ববিদ্যালয়
কলকাতা বিশ্ববিদ্যালয়
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়
13/20
বঙ্গভঙ্গের সিদ্ধান্তকে "গভীর জাতীয় বিপর্যয়" বলেছিলেন -
অরবিন্দ ঘোষ
রবীন্দ্রনাথ ঠাকুর
সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
14/20
এ গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ - লেখেন
উইলিয়াম কেরি
উইলিয়াম ওয়ার্ড
পঞ্চানন কর্মকার
ব্রাসি হ্যালহেদ
15/20
কংগ্রেস সমাজতন্ত্রী দলের সাধারণ সম্পাদক ছিলেন -
স্বামী সহজানন্দ সরস্বতী
এন জি রঙ্গ
জয়প্রকাশ নারায়ন
রামমনোহর লোহিয়া
16/20
ভারতের বুলবুল বলা হয় -
অমৃতা কাউরকে
সরোজিনী নাইডুকে
ঊর্মিলা দেবীকে
ইন্দিরা গান্ধীকে
17/20
জয়শ্রী পত্রিকা প্রকাশ করেন -
লীলা নাগ
বীনা দাস
প্রীতিলতা ওয়াদ্দেদার
কল্পনা দত্ত
18/20
গদর পার্টি প্রতিষ্ঠা হয় -
১৯১২ খ্রিঃ
১৯১৩ খ্রিঃ
১৯১৪ খ্রিঃ
১৯১৫ খ্রিঃ
19/20
ভারতের লৌহ মানব হলেন -
সর্দার বল্লভভাই প্যাটেল
জওহরলাল নেহেরু
নেতাজী সুভাষ চন্দ্র বসু
সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
20/20
রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন -
জওহরলাল নেহেরু
কে এম পানিক্কর
এস কে দার
ফজল আলি
Result:
Post a Comment (0)
Previous Post Next Post