![]() |
মাধ্যমিক মক টেস্ট - ২০ |
প্রিয় দশম শ্রেণির ছাত্রছাত্রী,
তোমাদের আসন্ন মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতিকে মাথায় রেখে HISTORY CLASS ROOM তোমাদের জন্য একটি আকর্ষনীয় মক টেস্টের আয়োজন করেছে। এই পরীক্ষায় অংশগ্রহণের মধ্য দিয়ে তোমরা নিজেদের প্রস্তুতির মানটিকে যাচাই করে নিতে পারবে।
আশা করছি, আমাদের এই ক্ষুদ্র প্রয়াস তোমাদের ভীষণ ভাবে উপকৃত করবে।
মক টেস্ট - ২০
নিন্মলিখিত MCQ প্রশ্ন গুলির উত্তর দাও।
1/20
১৯১১ খ্রিঃ IFA শিল্ড বিজয়ী মোহনবাগান দলের অধিনায়ক ছিলেন -
2/20
বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় -
3/20
বঙ্গদর্শন পত্রিকার প্রকাশক ছিলেন -
4/20
"ক্যালকাটা ফিমেল স্কুল" প্রতিষ্ঠিত হয় -
5/20
"গোলদিঘির গোলামখানা" নামে পরিচিত ছিল -
6/20
সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন -
7/20
সন্ন্যাসী বিদ্রোহের সূচনা হয় -
8/20
ঊনবিংশ শতাব্দীকে "সভা সমিতির যুগ" বলে অভিহিত করেছেন -
9/20
"ভারত সভা" প্রতিষ্ঠিত হয় -
10/20
"ভারতমাতা" চিত্রটি আঁকেন -
11/20
ভারতে "হাফ টোন প্রিন্টিং পদ্ধতি" প্রবর্তন করেন -
12/20
"অব্যক্ত" গ্রন্থটির লেখক -
13/20
ওয়ার্কাস অ্যান্ড পেজেন্টস পার্টি প্রতিষ্ঠিত হয় -
14/20
"সর্বভারতীয় কিষান সভা" র প্রথম সভাপতি ছিলেন -
15/20
"বারদৌলি সত্যাগ্রহে" নেতৃত্ব দিয়েছিলেন -
16/20
জাতীয় কংগ্রেসের প্রথম সভানেত্রী ছিলেন -
17/20
গান্ধীজির ডান্ডি অভিযানে মোট স্বেচ্ছাসেবী ছিলেন -
18/20
"বেঙ্গল ভলান্টিয়ার্স" দলের প্রতিষ্ঠাতা ছিলেন -
19/20
স্বতন্ত্র অন্ধ্রপ্রদেশ গঠিত হয় __________খ্রিঃ ।
20/20
ভারতের প্রথম সাধারন নির্বাচন অনুষ্ঠিত হয় -
Result: