মাধ্যমিক মক টেস্ট - ১৬

মাধ্যমিক মক টেস্ট - ১৬
মাধ্যমিক মক টেস্ট - ১৬


প্রিয় দশম শ্রেণির  ছাত্রছাত্রী, 

তোমাদের আসন্ন মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতিকে মাথায় রেখে HISTORY CLASS ROOM তোমাদের জন্য একটি আকর্ষনীয় মক টেস্টের আয়োজন করেছে। এই পরীক্ষায় অংশগ্রহণের মধ্য দিয়ে তোমরা নিজেদের প্রস্তুতির মানটিকে যাচাই করে নিতে পারবে। 

আশা করছি, আমাদের এই ক্ষুদ্র প্রয়াস তোমাদের ভীষণ ভাবে উপকৃত করবে।

মক টেস্ট - ১৬

নিন্মলিখিত MCQ প্রশ্ন গুলির উত্তর দাও।

1/20
বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় -
৪ ই জানুয়ারি
২৩ শে জানুয়ারি
৪ ঠা মা
৫ ই জুন
2/20
কেকের দেশ বলা হয় -
ফ্রান্সকে
স্কটল্যান্ডকে
ভারতবর্ষকে
আয়ার্ল্যান্ডকে
3/20
দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্মসমাজে যোগ দেন -
১৮৩০ খ্রিঃ
১৮৩৩ খ্রিঃ
১৮৪২ খ্রিঃ
১৮৬০ খ্রিঃ
4/20
বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ ছিলেন -
অরবিন্দ ঘোষ
সতীশচন্দ্র বসু
যোগেশচন্দ্র ঘোষ
প্রমথনাথ বসু
5/20
নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয়েছিলো -
বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময়
অসহযোগ আন্দোলনের সময়
আইন অমান্য আন্দোলনের সময়
ভারত ছাড়ো আন্দোলনের সময়
6/20
রেশম আবিষ্কৃত হয় প্রাচীন -
ভারতে
রোমে
পারস্যে
চীনদেশে
7/20
মহাবিদ্রোহকে কৃষক বিদ্রোহ আখ্যা দিয়েছিলেন -
সুরেন্দ্রনাথ সেন
রমেশচন্দ্র মজুমদার
শশীভূষন চৌধুরী
বিনায়ক দামোদর সাভারকর
8/20
বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন -
বীনা দাস
কল্পনা দত্ত
প্রীতিলতা ওয়াদেদ্দার
সুনীতি চৌধুরী
9/20
যে দেশীয় রাজ্যটি গন ভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয় -
কাশ্মীর
হায়দ্রাবাদ
জুনাগড়
জয়পুর
10/20
দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন -
জ্যোতিবা ফুলে
নারায়ন গুরু
গান্ধীজি
আম্বেদকর
11/20
বামাবোধিনীর বামা আসলে -
বালিকারা
নববিবাহিতরা
বিধবারা
সমগ্র নারী জাতি
12/20
রবীন্দ্রনাথ গোরা উপন্যাস লেখেন-
সিপাহী বিদ্রোহের প্রেক্ষাপটে
ভারত ছাড়ো আন্দোলনের প্রেক্ষাপটে
বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে
অসহযোগ আন্দোলনের প্রেক্ষাপটে
13/20
কোন বিশ্ববিদ্যালয়ে প্রকৃতির সঙ্গে শিক্ষন দেওয়া হয়?
কল্যানী বিশ্ববিদ্যালয়
বেনারস বিশ্ববিদ্যালয়
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়
14/20
তেভাগা আন্দোলন সংঘটিত হয়েছিল -
হায়দ্রাবাদে
উত্তরপ্রদেশে
মাদ্রাজে
বাংলাদেশে
15/20
দেশবন্ধু নামে পরিচিত ছিলেন -
সতীশচন্দ্র সামন্ত
চিত্তরঞ্জন দাশ
বীরেন্দ্রনাথ শাসমল
যতীন্দ্রনাথ সেনগুপ্ত
16/20
এখানে আলাদা গোত্রের উপাদানটি হল -
ভারতমাতা
গোরা
আনন্দমঠ
বর্তমান ভারত
17/20
বেঙ্গল কেমিক্যালের প্রতিষ্ঠাতা ছিলেন -
জগদীশচন্দ্র বসু
প্রফুল্ল চন্দ্র রায়
মেঘনাদ সাহা
মহেন্দ্রলাল সরকার
18/20
অসহযোগ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন বিশিষ্ট নারী -
বীনা দাস
সিস্টার নিবেদিতা
প্রীতিলতা ওয়াদেদ্দার
ঊর্মিলা দেবী
19/20
মানবেন্দ্রনাথ রায়ের প্রকৃত নাম ছিল -
যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
নরেন্দ্রনাথ রায়
নরেন্দ্রনাথ ভট্টাচার্য
যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়
20/20
বি ভি দল যুক্ত ছিল -
বুড়িবালামের যুদ্ধে
বালাকোটের যুদ্ধে
চাইবাসার যুদ্ধে
অলিন্দ যুদ্ধে
Result:
Post a Comment (0)
Previous Post Next Post