মাধ্যমিক মক টেস্ট - ২৬

মাধ্যমিক মক টেস্ট - ২৬
মাধ্যমিক মক টেস্ট - ২৬


প্রিয় দশম শ্রেণির  ছাত্রছাত্রী, 

তোমাদের আসন্ন মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতিকে মাথায় রেখে HISTORY CLASS ROOM তোমাদের জন্য একটি আকর্ষনীয় মক টেস্টের আয়োজন করেছে। এই পরীক্ষায় অংশগ্রহণের মধ্য দিয়ে তোমরা নিজেদের প্রস্তুতির মানটিকে যাচাই করে নিতে পারবে। 

আশা করছি, আমাদের এই ক্ষুদ্র প্রয়াস তোমাদের ভীষণ ভাবে উপকৃত করবে।

মক টেস্ট - ২৬

নিন্মলিখিত MCQ প্রশ্ন গুলির উত্তর দাও।
1/20
সোমপ্রকাশ একটি -
দৈনিক পত্রিকা
সাপ্তাহিক পত্রিকা
পাক্ষিক পত্রিকা
মাসিক পত্রিকা
2/20
নীলদর্পন নাটকের প্রকাশক ছিলেন -
দীনবন্ধু মিত্র
মাইকেল মধুসূদন দত্ত
রেভাঃ জেমস লঙ
হরিশচন্দ্র মুখোপাধ্যায়
3/20
ভারতে ফুটবল খেলার প্রচলন করে -
ইংরেজরা
ওলন্দাজরা
ফরাসিরা
পর্তুগিজরা
4/20
কোল বিদ্রোহ অনুষ্ঠিত হয় -
মেদিনীপুরে
ঝাড়গ্রামে
ছোটনাগপুরে
রাঁচিতে
5/20
সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেন -
বিজয় কৃষ্ণ গোস্বামী
রামমোহন রায়
কেশবচন্দ্র সেন
শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব
6/20
ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজের প্রতিষ্ঠাতা ছিলেন -
দেবেন্দ্রনাথ ঠাকুর
কেশবচন্দ্র সেন
রামমোহন রায়
দ্বারকানাথ ঠাকুর
7/20
ভারতমাতা চিত্রের নামকরন করেন -
অবনীন্দ্রনাথ ঠাকুর
গগনেন্দ্রনাথ ঠাকুর
ভগিনী নিবেদিতা
রবীন্দ্রনাথ ঠাকুর
8/20
গোরা উপন্যাসটি লেখা হয়েছিলো -
১৯০৫ খ্রিঃ
১৯০১ খ্রিঃ
১৯১০ খ্রিঃ
১৯১১ খ্রিঃ
9/20
ভারতে দ্বিতীয় অরন্য আইন পাশ হয় -
১৮৬৫ খ্রিঃ
১৮৫৯ খ্রিঃ
১৮৭৮ খ্রিঃ
১৯২৭ খ্রিঃ
10/20
মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছিলেন -
রমেশচন্দ্র মজুমদার
সুরেন্দ্রনাথ সেন
বিনায়ক দামোদর সাভারকর
দাদাভাই নৌরজী
11/20
জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি ছিলেন -
সতীশচন্দ্র মুখোপাধ্যায়
রাসবিহারী বসু
রাসবিহারী ঘোষ
সত্যেন্দ্রনাথ দত্ত
12/20
আধুনিক বাংলা বই ব্যবসার প্রথম প্রদর্শক ছিলেন -
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
রামমোহন রায়
ডেভিড হেয়ার
উইলিয়াম কেরি
13/20
কোন জাতীয়তাবাদী আন্দোলনে ভারতীয় নারী সমাজের অংশগ্রহন সীমিত ছিলো?
অসহযোগ আন্দোলন
আইন অমান্য আন্দোলন
ভারত ছাড়ো আন্দোলন
বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন
14/20
মিরাট ষড়যন্ত্র মামলায় মোট গ্রেপ্তারের সংখ্যা ছিলো -
২০ জন
৩৩ জন
৪০ জন
৫০ জন
15/20
সূর্যসেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম ছিলো -
বেঙ্গল ভলান্টিয়ার্স
যুগান্তর দল
ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন
ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি
16/20
আত্মসম্মান আন্দোলন শুরু করেন -
বি আর আম্বেদকর
মহাত্মা গান্ধী
জ্যোতিবা ফুলে
ই ভি রামস্বামী নাইকার
17/20
বাংলার গর্ভনর স্ট্যানলী জ্যাকসনকে গুলি করেন -
কল্পনা দত্ত
বীনা দাস
প্রীতিলতা ওয়াদ্দেদার
সুনীতি চৌধুরী
18/20
হায়দ্রাবাদ রাজ্যটি ভারতভুক্ত হয় -
১৯৪৭ খ্রিঃ
১৯৪৮ খ্রিঃ
১৯৪৯ খ্রিঃ
১৯৫০ খ্রিঃ
19/20
অন্ধ্রপ্রদেশ রাজ্য তৈরি হয়েছিলো -
বোম্বাই রাজ্য ভেঙ্গে
যুক্তপ্রদেশ রাজ্য ভেঙ্গে
মাদ্রাজ রাজ্য ভেঙ্গে
পাঞ্জাব রাজ্য ভেঙ্গে
20/20
কোন রাজ্যকে ভারতভুক্ত করার জন্য "অপারেশন পোলো" সংঘটিত হয়েছিলো?
কাশ্মীর রাজ্য
জুনাগড় রাজ্য
হায়দ্রাবাদ রাজ্য
ত্রিবাঙ্কুর রাজ্য
Result:
Post a Comment (0)
Previous Post Next Post